ঢাকার ধামরাইয়ে নদীতে বাঁধ দিয়ে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে যুবলীগ নেতা মোশাররফ হোসেন ও ছানোয়ার হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে। উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া গাজীখালী নদীর গতিপথ বন্ধ করায় ব্যাহত হচ্ছে পানির প্রবাহ। এতে ঝুঁকিতে রয়েছে ধাইরা, চাউনা আশপাশের বেশ কয়েকটি গ্রামের ফসলি জমি।
জানা গেছে, ফসলি জমিতে ভেকু যন্ত্র বসিয়ে কয়েক ফুট গর্ত করে মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল। সরেজমিন গিয়েও এর সত্যতা মিলেছে। নদীতে বাঁধ নির্মাণ করে মাটি কাটতে দেখা গেছে। স্থানীয়রা বলছেন, চারদিন ধরে সন্ধ্যায় শুরু হয় মাটি কাটা। সারারাত চলে এ কর্মকাণ্ড। অর্ধশতাধিক ডাম্প ট্রাকে মাটি নেওয়া হয় ইটভাটায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষকের ভাষ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি নান্নার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন। 
অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা মোশাররফ হোসেনের ভাষ্য, ‘এ বছর মাটি কাটার দায়িত্ব নিয়েছেন ছানোয়ার হোসেন।’ ছানোয়ার হোসেন বলেন, ‘কয়েকটি কৃষি জমির মাটি কিনেছি। নদীর ওপর দিয়ে মাটি নেওয়া ছাড়া কোনো রাস্তা নেই।’
বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ইউএনও মামনুন আহমেদ অনীক বলেন, ইটভাটায় বিক্রির ঘটনায় দুই মাসে ধামরাইয়ে অর্ধশতাধিক ভেকু জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে। তারপরও মাটি কাটা থামানো যাচ্ছে না।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: য বল গ

এছাড়াও পড়ুন:

নিজ নিজ দেশে ফিরছেন ভারত ও পাকিস্তানের নাগরিকেরা

ছবি: এএফপি

সম্পর্কিত নিবন্ধ