দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার বলেছেন, তিনি ইউক্রেন সংঘর্ষ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। তাঁরা শিগগির বৈঠক করার পরিকল্পনা করছেন।

দক্ষিণ আফ্রিকায় সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর সিরিল রামাফোসা এ কথা বলেন।

তবে বুধবার দিবাগত রাতে কিয়েভে রাশিয়ার ভয়াবহ হামলার পর দক্ষিণ আফ্রিকার সফর সংক্ষিপ্ত করার কথা জানান জেলেনস্কি। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, রাত্রিকালীন হামলায় ইউক্রেনের রাজধানীতে অন্তত নয়জন নিহত হয়েছেন। আমি ‘অবিলম্বে ইউক্রেনে ফিরে যাব’।

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তিপ্রক্রিয়া নিয়ে কথা বলেছি। অপ্রয়োজনীয় প্রাণহানি কমাতে আমরা এই যুদ্ধ দ্রুত শেষ করার বিষয়ে সম্মত হয়েছি। আমরা শিগগিরই বৈঠক করার বিষয়ে একমত হয়েছি। বৈঠকে আমরা দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা করব।’

গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পর থেকে প্রিটোরিয়া ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক খারাপ হতে থাকে। গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা করেছে প্রিটোরিয়া। এই পদক্ষেপসহ দেশটির বিভিন্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতির সমালোচনা করেছেন ট্রাম্প। উত্তেজনার একপর্যায়ে গত মাসে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে যুক্তরাষ্ট্র।

দক্ষিণ আফ্রিকায় ‘শ্বেতাঙ্গবিরোধী ভূমিনীতি’ চলছে, এমন অভিযোগ এনে দেশটির আর্থিক সহায়তাও বন্ধ করেছেন ট্রাম্প। পাশাপাশি দেশটিতে ‘নির্যাতিত’ শ্বেতাঙ্গ আফ্রিকানদেরও শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।

তবে, সামাজিক যোগাযোগমাধ্যমে রামাফোসা লিখেছেন, ‘আমি ও ট্রাম্প আমাদের দুই দেশের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে একমত হয়েছি।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ইউক র ন

এছাড়াও পড়ুন:

অবশেষে ক্যাম্পাসে ফিরছে চবি চারুকলা ইনস্টিটিউট, ৩৪ ঘণ্টা পর অনশন প্রত্যাহার

অবশেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিদ্ধান্তে ৩৪ ঘণ্টা পর আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৬১তম জরুরি সিন্ডিকেট সভায় চারুকলাকে মূল ক্যাম্পাসে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাত ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের এ তথ্য জানান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। তবে কবে নাগাদ স্থানান্তর হবে সে বিষয়ে সুর্দিষ্ট তথ্য তিনি জানাননি। 

তিনি বলেন, “কিছু অনিবার্য কারণে চারুকলা ইনস্টিটিউটকে ক্যাম্পাসে আনার কোনো দিনক্ষণ ঠিক করা সম্ভব হয়নি। তবে এটা সবাই অবগত যে সিন্ডিকেট থেকে কোনো সিদ্ধান্ত পাস হলে সেটি অবশ্যই বাস্তবায়ন হয়।”

অনশনকারী চারুকলার ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হাসান সোহেল রাইজিংবিডিকে বলেন, “রাত ১১টায় আমাদের সিন্ডিকেট সভার সিদ্ধান্ত জানানো হলে আমরা তাতে একমত পোষণ করি। আমরা চেয়েছিলাম সিন্ডিকেটের সিদ্ধান্ত। তবে সে সিদ্ধান্তে যে তারিখ দেবে না সেটা ভাবিনি। তবে সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত হওয়ায় আমরা ক্যাম্পাসে ফিরব এটা নিশ্চিত।”

এর আগে, সোমবার (২১ এপ্রিল) সাড়ে ৩ টায় চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফেরানোর দাবিতে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন ইনস্টিটিউটটির নয় শিক্ষার্থী। তারা হলেন, ২১-২২ শিক্ষাবর্ষের শাহরিয়ার হাসান সোহেল, ১৭-১৮ শিক্ষাবর্ষের মাসরুল আল ফাহিম, ২২-২৩ শিক্ষাবর্ষের ইসরাত জাহান ইয়ামিন, একই শিক্ষাবর্ষের মালিহা চৌধুরী, ইসরাত জাহান, নুসরাত জাহান ইপা, ১৯-২০ শিক্ষাবর্ষের নূর ইকবাল সানি, ২৩-২৪ শিক্ষাবর্ষের তরিকুল ইসলাম মাহী এবং একই শিক্ষাবর্ষের মাহমুদুল হাসান মিনহাজ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব অনুষদ ও ইনস্টিটিউট হাটহাজারীর মূল ক্যাম্পাসে হলেও চারুকলা ইনস্টিটিউট ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম নগরীতে।

২০২২ সালে শ্রেণিকক্ষের ছাদ থেকে ইট-সিমেন্ট খসে পড়লে ওই বছরের ২ নভেম্বর থেকে ক্লাস বর্জন করে মূল ক্যাম্পাসে ফেরার দাবি তোলেন শিক্ষার্থীরা।

তৎকালীন শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে বৈঠকের পরও মূল ক্যাম্পাসে ফেরার আন্দোলনে অনড় ছিলেন শিক্ষার্থীরা। আন্দোলনের মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি এক মাসের জন্য ইনস্টিটিউট বন্ধ ঘোষণা করে। পরে মূল ক্যাম্পাসে গিয়ে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটে।

গতবছরের ১০ ডিসেম্বর থেকে মূল ক্যাম্পাসে ফিরে যাওয়াসহ বিভিন্ন দাবিতে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা দিয়ে আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা।

পরদিন তারা নগরীর বাদশা মিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ইনস্টিটিউটের সামনের সড়কে ব্যানার বিছিয়ে ও টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখান।

এমন প্রেক্ষাপটে ১২ ডিসেম্বর শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে বৈঠক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৈঠক শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ‘নীতিগত ভাবে একমত’ বলে জানিয়েছিল।

ওইদিন বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক কামাল উদ্দিন জানিয়েছিলেন, কাজটি বাস্তবায়ন করার জন্য ৩১ মার্চ পর্যন্ত সময় সীমা নির্ধারণ করা হয়েছে। তবে সেই সময়সীমা পার হওয়ার পরই অনশনে বসেন শিক্ষার্থীরা।

ঢাকা/মিজানুর রহমান/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • একক প্রার্থী দিয়ে ভোটে লড়তে চায় ৫ ইসলামপন্থী দল, জামায়াতের সিদ্ধান্ত পরে
  • ইসলামপন্থিদের ভোট ‘এক বাক্সে আনতে’ একমত পাঁচ দল
  • আমির খান কি নতুন বিতর্ক উসকে দিলেন
  • জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ
  • ‘এক বাক্সে ভোট পাঠাতে’ সমমনা ৫ ইসলামি দলের ঐকমত্য
  • অবশেষে ক্যাম্পাসে ফিরছে চবি চারুকলা ইনস্টিটিউট, ৩৪ ঘণ্টা পর অনশন প্রত্যাহার
  • সংবিধান সংশোধনীর সব ক্ষেত্রে গণভোট প্রয়োজন নয়: সালাহউদ্দিন আহমেদ
  • জ্যেষ্ঠ দুই-তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব বিএনপির
  • জ্যেষ্ঠ দুই-তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব বিএনপি