শিল্পকলার নামে হল বরাদ্দের নেপথ্যে
Published: 24th, April 2025 GMT
মে মাসে ৩১ দিন হিসাবে তিন মিলনায়তনে ৯৩ দিনের মধ্যে ৫৪ দিনই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জন্য সংরক্ষিত রেখেছে বরাদ্দ কমিটি। অথচ জানা গেছে, এসব দিন আসলে ফাঁকা। এই সময়ে আবেদন করেও হল পায়নি, এমন অভিযোগ করেছে বেশ কিছু নাট্যদল।
হল বরাদ্দের এ তালিকা প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, কোনো নাট্যদলকে না দিয়ে শিল্পকলার নামে হল বরাদ্দ দেওয়া হয়েছে কেন? শিল্পকলা একাডেমি এত দিন হল বরাদ্দ নিয়েই–বা কী করবে?
মে মাসে শিল্পকলার জাতীয় নাট্যশালায় ২০ দিন, স্টুডিও থিয়েটার হলে ২২ দিন ও এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১২ দিন শিল্পকলা একাডেমির নামে ‘সংরক্ষিত’ রেখেছে হল বরাদ্দ কমিটি।
হল বরাদ্দ নিয়ে ফেসবুক গ্রুপ ‘থিয়েটার সংযোগ’–এ জুবায়ের জাহিদ নামের এক নাট্যকর্মী প্রশ্ন তুলেছেন, ‘কী ধরনের শিল্পচর্চাটা আপনারা (শিল্পকলা একাডেমি) করতে চাচ্ছেন, যাতে ৩টা মিলনায়তনে ৫৪ কার্যদিবস আপনাদের বরাদ্দ লাগে?’
নেপথ্যে কী
বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে শিল্পকলা একাডেমির সঙ্গে কথা বলেছে প্রথম আলো। প্রতিষ্ঠানটির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন গতকাল দুপুরে প্রথম আলোকে জানান, এসব দিনে (৫৪ দিন) হল বরাদ্দের জন্য কোনো আবেদন পাওয়া যায়নি কিংবা কোনো নাট্যদল বা সংগঠনকে হল বরাদ্দ দেয়নি কমিটি। খালি দিনগুলোকে শিল্পকলার নামে ‘সংরক্ষিত’ রাখা হয়েছে।
মোহাম্মদ জসীম উদ্দিনের ভাষ্য, ফাঁকা দিনগুলো শিল্পকলা একাডেমির হাতে রাখা হয়েছে। এসব দিনে হল বরাদ্দ পেতে আবেদন করতে পারে নাট্যদল কিংবা সংগঠন। কমিটির সিদ্ধান্তক্রমে হল বরাদ্দ দেওয়া হবে।
শিল্পকলা একাডেমি জানিয়েছে, আগেও যেসব দিনে হল বরাদ্দ দেওয়া হতো না, সেসব দিন বরাদ্দের তালিকায় খালি রাখা হতো। মে মাস থেকে হল বরাদ্দ কমিটির সিদ্ধান্তক্রমে ‘সংরক্ষিত’ দেখানো হয়েছে। চাইলে কেউ শো করতে পারবেন।
বেশ কিছু নাট্যদল আবেদন করেও হল পায়নি, এমন অভিযোগের বিষয়ে শিল্পকলা একাডেমির এই কর্মকর্তা বলেন, ‘এটা আগেও ঘটেছে। শিল্পকলা আবেদন করলেই কেউ হল পেয়ে যাবে, এটা কিন্তু নীতিমালায় বলা নেই। হল বরাদ্দ কমিটি নানা বিষয় বিচার-বিবেচনা করে। প্রথমত, মানসম্পন্ন নয়, এমন দল আবেদন করলে কমিটি বরাদ্দ দেয় না। অনেকে আগের মাসে আবেদন করেছে কিন্তু শো করেনি, শেষ মুহূর্তে হল বাতিল করার কারণে আরেকটা দল শো করতে পারল না। কিছু কিছু দলের এ রকম ব্যাপার আছে।’
আরও পড়ুনশিল্পকলা একাডেমির তিন মিলনায়তনের নতুন নাম২০ ডিসেম্বর ২০২৪.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ল পকল র বর দ দ র এক ড ম র ন ট যদল
এছাড়াও পড়ুন:
ভারত-পাকিস্তানকে ‘ধৈর্য’ ধরতে বললেন জাতিসংঘ মহাসচিব
কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাল্টাপাল্টি পদক্ষেপে ভারত ও পাকিস্তানের মধ্যে তৈরি হওয়া উত্তেজনার মধ্যে দেশ দুটিকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ নিয়ে ‘খুবই উদ্বিগ’ বলেও জানিয়েছেন তিনি। জাতিসংঘ মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে আন্তোনিও গুতেরেসের এ বার্তা সাংবাদিকদের জানান।
স্টিফেন ডুজারিক গতকাল রাতে সাংবাদিকদের বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যে চলমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব ‘খুবই উদ্বিগ্ন’। সার্বিক পরিস্থিতিতে ‘খুব নিবিড়ভাবে নজর’ রাখছেন তিনি।
জাতিসংঘের পক্ষ থেকে ভারত ও পাকিস্তানকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধরার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। আন্তোনিও গুতেরেস বলেছেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি বেশ কিছু পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে সম্পর্কে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায় এ জন্য দেশ দুটিকে প্রতি সর্বোচ্চ ধৈর্য্য ধরার অনুরোধ করেন তিনি।
জাতিসংঘ মহাসচিব আরও বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে যেকোনো সমস্যা অর্থবহ আলোচনা ও পারস্পরিক সম্পৃক্ততার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব বলে আমরা বিশ্বাস করি এবং এটাই হওয়া উচিত।’
গত মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীরা হামলা চালান। এতে ২৫ ভারতীয়সহ ২৬ জন নিহত হন। এ হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করে পরদিন বুধবার প্রতিবেশী দেশটির নাগরিকদের ভিসা বাতিল ও সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশ কিছু পদক্ষেপ নেয় ভারত।
ভারতের পদক্ষেপের জবাবে পাকিস্তানও কিছু পদক্ষেপ নিয়েছে। ভারতের নাগরিকদের ভিসা বাতিল, দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধসহ গতকাল বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। পাল্টাপাল্টি এসব পদক্ষেপে দেশ দুটির মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।