কাতারের দোহায় ‘আর্থনা’ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্বের শীর্ষ নেতাদের নিয়ে লাঞ্চ মিটিং করেছেন তাস চেয়ারম্যান ও ইয়েমেনের অনারারি কনসাল কে এম মজিবুল হক।

আজ বৃহস্পতিবার উচ্চ পর্যায়ের এ মধ্যাহ্নভোজ বৈঠকে অংশ নেন ভাইস চেয়ারম্যান স্পেসএক্সের মিসেস লরেন ড্রেগার ভিপি, পিএমআইর ভাইস প্রেসিডেন্ট মিসেস নেভেনা ভিপি, ইলোন মাস্কের গ্লোবাল এনগেজমেন্টের সিনিয়র উপদেষ্টা রিচার্ড গ্রিফিথস, দ্য রয়েল হাইনেস কিং চার্লস ফাউন্ডেশনের সিইও ক্রিস্টিনা মুরিন, দ্য কমনওয়েলথ সহকারী মহাসচিব অধ্যাপক লুইস জি ফ্রান্সেশি।

বৈঠকে আধুনিক টেকসই উন্নয়নে উদ্ভাবনীপন্থা অনুসন্ধান, কূটনীতি ও বিশ্বব্যাপী উন্নয়নের মাধ্যমে সংলাপকে উৎসাহিত করা মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

দুইদিনব্যাপী আর্থনা শীর্ষ সম্মেলনে এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

হজ ফ্লাইট শুরু ২৯ এপ্রিল চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

পবিত্র হজ ফ্লাইট শুরু আগামী ২৯ এপ্রিল। ওই দিন ৪১৯ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
আগামী ৩১ মে পর্যন্ত এ বছর ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজব্রত পালনে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ ও বাকি ৮১ হাজার ৯০০ জন যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়।
আগামী ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কর্মকর্তারা জানান, প্রথম ফ্লাইট রাত সোয়া ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। সঠিকভাবে হজ ব্যবস্থাপনার জন্য এ বছর সরকারি ১১২ ও বেসরকারি গাইড থাকবেন ১ হাজার ৭৪৩ জন। ৭০ মোয়াল্লেম হজযাত্রীদের সার্বিক সহযোগিতায় রাখা হয়েছে।
আশকোনা হজ ক্যাম্পের পরিচালক (যুগ্ম সচিব) লোকমান হোসেন জানান, ২৯ এপ্রিল প্রথম হজ ফ্লাইট ঢাকা ছাড়বে। আগের দিন আশকোনা হজ ক্যাম্প উদ্বোধন করা হবে। এখন হজ ক্যাম্পে শেষ মূহূর্তের কাজ চলছে। 

বিজনেস অটোমেশন লিমিটেডের পরিচালক বজলুল হক বিশ্বাস সমকালকে জানান, হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশসহ তিনটি এয়ারলাইন্স প্রস্তুত। ৩১ মে হজের শেষ ফ্লাইট সৌদি আরব যাবে। ফিরতি ফ্লাইট ১০ জুন শুরু হয়ে শেষ হবে ১০ জুলাই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১১৮, সাউদিয়া ৮০ ও নাস এয়ারলাইন্সের ৩৪ ফ্লাইটে যাত্রীরা সৌদি আরব যাবেন। বিমান ১০৯, সাউদিয়া ৭৯ ও নাস ৩৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও সাফিকুর রহমান সমকালকে বলেন, ‘অত্যাধুনিক উড়োজাহাজের মাধ্যমে বিমান হজ ফ্লাইট পরিচালনা করবে। নিজস্ব জনবল থেকে শুরু করে সব কিছু প্রস্তুত করা হয়েছে। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি চট্টগ্রামের শাহ আমানত এবং সিলেট ওসমানী বিমানবন্দর থেকেও ফ্লাইট পরিচালনা করা হবে।’

সম্পর্কিত নিবন্ধ