শিল্পাচার্য জয়নুলের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন
Published: 24th, April 2025 GMT
শিল্পাচার্য জয়নুল আবেদিনের স্ত্রী জাহানারা আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৪ বছর। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রাজধানীর শান্তিনগরের বাসায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তার ছেলে ময়নুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মা বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।
১৯৪৬ সালে জয়নুল আবেদিন ও জাহানারা বিয়ে করেন। শিল্পাচার্য ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত শান্তিনগরের বাড়িতে বাস করছিলেন জাহানারা।
ময়নুল আবেদিন বলেন, ‘আমার মেজ ভাই অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন। তিনি আসার পর রোববার দুপুরে মিরপুরের বুদ্ধিজীবি কবরস্থানে দাফন করা হবে। মরদেহ এখন বারডেম হাসপাতালের হিমঘরে রাখা আছে।’
শ্রদ্ধা নিবেদনের জন্য জাহানারা আবেদিনের মরদেহ আগামী রোববার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নেওয়া হবে। এরপর জোহর নামাজের পর ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ইতিহাসের সাক্ষী: ১৯৪৭ সালে কীভাবে দুই ভাগ হয়েছিল কাশ্মীর
ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর অঞ্চল দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল ১৯৪৭ সালে উপজাতীয় যোদ্ধাদের এক অভিযান এবং তারপরের সামরিক সংঘাতের মধ্য দিয়ে। সেই সংঘাতের শিকার হয়েছিলেন এ রকম কিছু মানুষ এবং কাশ্মীরের রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন বিবিসির অ্যান্ড্রু হোয়াইটহেড। তা নিয়ে বিবিসি বাংলার ইতিহাসের সাক্ষীর এই পর্ব।
সেটা ১৯৪৭ সালের অক্টোবর মাস। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলোর উপজাতি গোষ্ঠীগুলোর যোদ্ধারা অভিযান চালান কাশ্মীর উপত্যকায়। তাদের হাতে ছিল প্রচুর অস্ত্রশস্ত্র, কিন্তু তারা তেমন সুশৃঙ্খল বাহিনী ছিল না। ট্রাকে করে এই যোদ্ধাদের দল অগ্রসর হলো বারামুল্লার দিকে।
কাশ্মীর উপত্যকার এক প্রান্তে একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর ছিল এই বারামুল্লা। এখানে একটি ক্যাথলিক মিশন ও হাসপাতালের ওপর আক্রমণ চালান যোদ্ধারা।
বিবিসি রেডিওর প্রতিবেদনে বলা হয়, বারামুল্লার অন্যান্য ভবনের মতোই সেন্ট জোসেফস কনভেন্টেও এই যোদ্ধারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। এই উপজাতীয় যোদ্ধারা লড়াইয়ের ব্যাপারে তাঁদের নিজস্ব রীতিই মানে, আধুনিক যুদ্ধের কোনো নিয়মকানুন তাঁদের জানা নেই।
কাশ্মীরের শ্রীনগরের নিশাত গার্ডেনে ঘুরছেন পর্যটকেরা