খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবি পূরণ হওয়ায় ক্যাম্পাসে বিজয় মিছিল করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিকেলে ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে নেচেগেয়ে উল্লাস প্রকাশের পর কয়েক শ শিক্ষার্থী এই মিছিলে অংশ নেন।

মিছিলে নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শুরুর আগে ব্যাটারিচালিত ইজিবাইকে করে মাইক নিয়ে বিভিন্ন হল ঘুরে শিক্ষার্থীদের মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। বিকেল চারটা নাগাদ বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জড়ো হন। অনেকের হাতে ছিল জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান–সংবলিত প্ল্যাকার্ড। কারও কারও হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়।

মিছিল শুরুর আগে একজন শিক্ষার্থী মাইকে ঘোষণা করেন, শিক্ষকদের নামে কোনো আপত্তিকর স্লোগান দেওয়া হবে না। এই মিছিলের একটি ইতিবাচক বার্তা পৌঁছানোর বিষয়েও তিনি সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানান।

বিকেল পাঁচটার দিকে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, কুয়েটিয়ান কুয়েটিয়ান’, ‘বাংলাদেশ বাংলাদেশ’, ‘আমার সোনার বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘জিতেছে রে জিতেছে, ছাত্রসমাজ জিতেছে’, ‘রাজনীতির ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই কুয়েটে হবে না’, ‘পালাইছে রে পালাইছে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, দালালের গতিতে আগুন জ্বালো একসাথে’, ‘স্বৈরাচারের গতিতে আগুন জ্বলে একসাথে’ এসব স্লোগান দেন।

কুয়েটের উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘোষণা শোনার পর শিক্ষার্থীদের উল্লাস। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ২৪ এপ্রিল.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘রাতের বেলা বাড়ির সব দরজা বন্ধ রাখতে হবে’

চলতি বছরের জানুয়ারি মাসে নিজের বাড়িতেই হামলার শিকার হন বলিউড তারকা সাইফ আলী খান। দুষ্কৃতকারীর ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেই সময় এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয় বলিউডে। প্রায় চার মাস সেই ঘটনা নিয়ে ইটাইমসের সঙ্গে সবিস্তার কথা বলেছেন সাইফ।

ঘটনার প্রায় চার মাস অতিক্রান্ত হয়ে গেলেও এখনো সেই রাতের অভিজ্ঞতা তাড়া করে বেড়ায় অভিনেতাকে, আচমকা ওই ঘটনায় কিছুটা বিভ্রান্ত হলেও এখন নিজের এবং নিজের পরিবারের সুরক্ষা নিয়ে সচেতন তিনি। দুই ছেলের ছবি তুলতে দিতেও নারাজ অভিনেতা। বছরের শুরুতেই ঘটে যাওয়া দুর্ঘটনা থেকে কী শিখেছেন অভিনেতা?

‘তাণ্ডব’–এ সাইফ আলী খান। আইএমডিবি

সম্পর্কিত নিবন্ধ