দক্ষিণ এশিয়ার সবচেয়ে মর্যাদাসম্পন্ন ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে অনিশ্চয়তার অবসান হলো অবশেষে। তবে কাঙ্ক্ষিত দিক নয়। টুর্নামেন্টটি এ বছর আর হচ্ছে না। এক বিজ্ঞপ্তিতে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) জানিয়েছে, ২০২৬ সালে নতুন সূচিতে এটি আয়োজিত হবে।

মূলত লজিস্টিক চ্যালেঞ্জ ও মার্কেটিং পার্টনারের ভেন্যু সংক্রান্ত আপত্তির কারণে ২০২৫ সালের  জুন-জুলাইয়ে শ্রীলঙ্কায় নির্ধারিত প্রতিযোগিতাটি এখন স্থগিত রাখতে হয়েছে। সাফ জানায়, এ বিষয়ে তাদের নির্বাহী কমিটির বৈঠকে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত আসে।

এর আগে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিক আয়োজনের পরিকল্পনা থাকলেও সেটি বাস্তবায়নে সময় ও খরচ বেশি হওয়ায় বিকল্প পথ খুঁজে নেওয়া হয়। পরবর্তীতে কেন্দ্রীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার নাম চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সেটিও বাতিল করতে হয়।

আরো পড়ুন:

ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি

চ্যাম্পিয়নরা বুঝে পেল বিসিবির পুরস্কার

সাফ নির্বাহী সদস্য আলি উমর বলেন, “আমাদের মার্কেটিং সহযোগী জার্মান স্পোর্টস মার্কেটিং সংস্থা স্পোর্টসফাইভ ভারতের মতো বাজারকে অগ্রাধিকার দিতে চায়। কারণ, সেখানে স্পনসরশিপের সুযোগ বেশি।” সাফের নিজস্ব তহবিল সীমিত হওয়ায় স্পোর্টসফাইভের পছন্দ উপেক্ষা করে আয়োজন সম্ভব হচ্ছিল না।

এদিকে সামনে রয়েছে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ। যা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। ফলে আগামী বছরের জন্যও এখনও সুনির্দিষ্ট সময়সূচি দিতে পারেনি সাফ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘‘বিশ্বকাপের বছরের প্রেক্ষাপটে আমাদের টুর্নামেন্টের সময় ও ভেন্যু নির্ধারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা চাই সবাই আমাদের পাশে থাকুক; সমর্থক, মিডিয়া ও সদস্য দেশগুলো। যেন আমরা সম্মানের সঙ্গে এই টুর্নামেন্ট আয়োজন করতে পারি।’’

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স ফ চ য ম প য়নশ প ফ টবল

এছাড়াও পড়ুন:

বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছে, চলতি বছর এবং ২০২৬ সালে বিশ্বব্যাপী প্রবৃদ্ধির মাত্রা কমতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধের কারণে সৃষ্ট বিপর্যয়ের ফলে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে।

আইএমএফ জানিয়েছে, বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি চলতি বছর ২ দশমিক ৮ শতাংশে নেমে আস। ২০২৪ সালে এই প্রবৃদ্ধির হার ছিল ৩ দশমিক শতাংশ। 

সংস্থার পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩ শতাংশ। তবে জানুয়ারিতে আইএমএফ ২০২৫ এবং ২০২৬ উভয় ক্ষেত্রেই ৩ দশমিক ৩ শতাংম প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক বৃদ্ধি ঘোষণার কারণে নতুন বাণিজ্য ব্যবস্থার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব, বর্ধিত অনিশ্চয়তা এবং অবনতিশীল মনোভাব এই প্রবৃদ্ধির হার হ্রাসের কারণ।

আইএমএফ বলেছে, “বাণিজ্য উত্তেজনার দ্রুত বৃদ্ধি এবং নীতিগত অনিশ্চয়তার উল্লেখযোগ্য প্রভাব বিশ্বব্যাপী অর্থনৈতিক কার্যকলাপের উপর পড়ার সম্ভাবনা রয়েছে।”

প্রতিবেদনে আরও দেখানো হয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প কীভাবে মার্কিন শুল্ক হারকে ১০০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চে উন্নীত করেছেন। 
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ এলডিসি থেকে বের হলে সুবিধা পাবে ভারত
  • ২০২৬ বিশ্বকাপ: মেসি-রোনালদো-নেইমার, কে থাকবেন কে থাকবেন না
  • বৈশ্বিক প্রবৃদ্ধি হ্রাসের পূর্বাভাস আইএমএফের