গ্রাহকের মৃত্যুতে কিস্তি মওকুফসহ আর্থিক সহায়তা দিল ওয়ালটন
Published: 24th, April 2025 GMT
লক্ষ্মীপুরের রামগঞ্জ ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে স্বামী নুরুল হুদাকে নমিনি করে পণ্য কিনেছিলেন মরিয়ম বেগম। এরপর সিআইডিপি কার্ডিও রেসপিরেটরি আরেস্টজনিত কারণে তার স্বামী মারা যান। এ অবস্থায় ওই পরিবারের পাশে দাঁড়ায় রামগঞ্জ ওয়ালটন প্লাজা। পাওনা টাকা মওকুফ করে দেওয়া হয় আর্থিক সুবিধা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে প্লাজার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কিস্তি ক্রেতা মরিয়ম বেগমকে এই সহায়তা দেওয়া হয়।
রাইজিংবিডির লক্ষ্মীপুর প্রতিনিধি জাহাঙ্গীর লিটনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন রিজওনাল ক্রেডিট ম্যানেজার (চাঁদপুর এরিয়া) মিজানুর রহমান, রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.
আরো পড়ুন:
স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ওয়ালটনের উদ্যোক্তা পরিচালক
ওয়ালপ্যাড ৯জি: অত্যাধুনিক ফিচারসমৃদ্ধ ওয়ালটনের নতুন অ্যান্ড্রয়েড ট্যাব
ওয়ালটন প্লাজা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৩ জুন ওয়ালটন প্লাজা-রামগঞ্জ, লক্ষ্মীপুর শাখা থেকে কিস্তিতে মরিয়ম বেগমের স্বামী নুরুল হুদাকে নমিনি করে একটি ফ্রিজ কিনেন।গত ৪ ফেব্রুয়ারি মারা যান নুরুল হুদা। এ অবস্থায় ওয়ালটনের কিস্তি সুরক্ষা সহায়তার আওতায় পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়।সঙ্গে কিস্তির বকেয়া টাকা মওকুফ করে দেওয়া হয়েছে।
এদিকে, ওয়ালটনের অনুদান পেয়ে কিস্তি ক্রেতা সুরক্ষানীতির জন্য ওয়ালটন পরিবারের কাছে কৃতজ্ঞ ও ওয়ালটনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।
ঢাকা/লিটন/সাইফ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
বুড়িমারী থেকে আন্তনগর ট্রেন চালুর দাবিতে চার দিন ধরে রেলপথ অবরোধ, অন্য ট্রেনও বন্ধ
লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন চালুর দাবিতে টানা চার দিন ধরে পাটগ্রামে রেলপথ অবরোধ করে নানা কর্মসূচি পালন করছেন এলাকাবাসী। এতে লালমনিরহাট-বুড়িমারী রেলপথে চলাচলকারী আরও চারটি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
গত সোমবার থেকে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের ব্যানারে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পাটগ্রাম রেলস্টেশনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে বুড়িমারী থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি চালুর ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি দেওয়ার পাশাপাশি মহাসড়ক অবরোধ করা হবে।
পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি এ টি জে সিদ্দিকীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ প্রধান, আমিনুল হক, শিক্ষক প্রতিনিধি ওয়ালিউর রহমান, অধ্যক্ষ শওকত হায়াত প্রধান, সমাজকর্মী জাহাঙ্গীর কবির, পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদের সভাপতি আবদুল আকবার বিন আফসার প্রমুখ বক্তব্য দেন।
এর আগে বেশ কয়েকবার রেল ও সড়কপথ অবরোধ করে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার দাবিতে আন্দোলন করেন স্থানীয় লোকজন। এরপর রেলওয়ে কর্তৃপক্ষ অন্তত পাঁচবার দিন-তারিখ উল্লেখ করে ঢাকাগামী আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালুর প্রতিশ্রুতি দেয়। পরে রহস্যজনক কারণে ট্রেনটি চালু না হওয়ায় আবার অবরোধের ডাক দেন এলাকাবাসী।
রেলওয়ে সূত্র জানায়, ২০২৪ সালের ১২ মার্চ বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি সরাসরি বুড়িমারী থেকে যাত্রা করে। একদিন পর সেটি আবার লালমনিরহাট থেকে চলাচল শুরু করে। এতে বুড়িমারী থেকে চলাচলকারী যাত্রীদের একটি শাটল ট্রেনের মাধ্যমে লালমনিরহাটে গিয়ে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে উঠতে হয়। এতে হয়রানির মুখে পড়েন সেখানকার যাত্রীরা।
পাটগ্রাম রেলস্টেশনের মাস্টার নুর আলম বলেন, টানা চার দিন ধরে অবরোধ চলায় এ পথে চলাচলকারী চারটি ট্রেনের চলাচল বন্ধ করা হয়েছে। আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে কবে চালু হবে, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।