আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আত্মবিনাশী: প্রধান উপদেষ্টা
Published: 24th, April 2025 GMT
বর্তমান সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। তিনি বলেছেন, আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি, তা আত্মবিনাশী। এ সভ্যতা শুধু বিশ্বজুড়ে বর্জ্য তৈরি করছে। এক সময় যা আমাদের বিনাশ করবে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুরে কাতার বিশ্ববিদ্যালয়ের বি২৩৯ মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
‘তিন শূন্যের একটি বিশ্ব নির্মাণ: শূন্য নেট কার্বন নির্গমন, শূন্য সম্পদ মজুত এবং শূন্য বেকারত্ব’ শীর্ষক অধিবেশনের আয়োজন করে কাতার বিশ্ববিদ্যালয়। এতে ‘থ্রি জিরো’ তত্ত্বের ওপর বক্তব্য দেন প্রধান উপদেষ্টা।
আরো পড়ুন:
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
কাতারকে বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ব্যবহারের প্রস্তাব প্রধান উপদেষ্টার
বক্তব্য দেওয়া শেষে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল সানির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
এতে পররাষ্ট্র উপদেষ্টা মো.
ঢাকা/হাসান/এনএইচ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
পুতিনকে এবার থামতে বললেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তিনি ইউক্রেনের উপর বুধবার রাতে রুশ হামলায় ‘খুশি নন।’ বৃহস্পতিবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে এক পোস্টে এ কথা বলেছেন।
রুশ প্রেসিডেন্ট পুতিনকে উদ্দেশ্য করে ট্রাম্প লিখেছেন, “ভ্লাদিমির, থামো... শান্তি চুক্তি সম্পন্ন করা যাক।”
রাশিয়ার সর্বশেষ আক্রমণটি গত বছরের ৮ জুলাইয়ের পর থেকে ইউক্রেনের রাজধানীতে সবচেয়ে মারাত্মক ছিল। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন নিহত হয়েছে।
রাশিয়া শান্তিচুক্তির শর্ত হিসেবে ক্রিমিয়ার ওপর মস্কোর নিয়ন্ত্রণকে স্বীকৃতি দিতে ইউক্রেনের প্রতি দাবি জানিয়েছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ দাবি প্রত্যাখ্যান করেছেন। বুধবার ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ক্রিমিয়ার উপর রাশিয়ার নিয়ন্ত্রণকে স্বীকৃতি না দিয়ে শান্তি আলোচনার ক্ষতি করার জন্য অভিযুক্ত করেছেন।
ট্রাম্প লিখেছেন, “তিনি (জেলেনস্কি) শান্তিতে থাকতে পারেন অথবা পুরো দেশ হারানোর আগে আরো তিন বছর লড়াই করতে পারেন। জেলেনস্কি হলেন এমন ব্যক্তি যারা খেলার জন্য কোনো তাস নেই।”
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতারাতি মারাত্মক হামলাগুলো ইউক্রেনের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে করা হয়েছে। এই হামলার মাধ্যমে তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।
ঢাকা/শাহেদ