কাশ্মীরে হামলা: পাকিস্তানি অভিনেতার সিনেমা মুক্তিতে বাধা
Published: 24th, April 2025 GMT
ভারতীয় লেখক-পরিচালক আরতি এস বাগদি নির্মাণ করেছেন ‘আবির গুলাল’ সিনেমা। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী বাণী কাপুর ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। আগামী ৯ মে ভারতে এটি মুক্তির কথা ছিল।
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলা ঘিরে সারা ভারতে আক্রোশ ছড়িয়ে পড়েছে। নেটিজনদের একাংশ ক্ষোভ উগরেছেন পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের ওপর। তার অভিনীত ‘আবির গুলাল’ ভারতে প্রদর্শন বন্ধের দাবিও জানান। এরই মধ্যে সিনেমাটি ভারতে মুক্তি স্থগিত করল ভারত সরকার।
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, পেহেলগামে হামলার জেরে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফাওয়াদ খান এবং বাণী কাপুরের ‘আবির গুলাল’ সিনেমার মুক্তি স্থগিত করেছে।
আরো পড়ুন:
বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত
অভিনেতার মরদেহ উদ্ধার
ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব নতুন কিছু নয়। এর প্রভাব দুই দেশের প্রতিটি অঙ্গনে পড়েছে। ফলে ২০১৬ সালে উড়ি হামলার পর পাকিস্তানি শিল্পীদের ভারতে কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ২০২৩ সালে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে এক দশক পর ‘আবির গুলাল’ সিনেমার মাধ্যমে ফাওয়াদ খানের বলিউডে ফেরার সুযোগ তৈরি হয়। কিন্তু তারও গুড়ে বালি।
পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে কেন্দ্র করে ভারত সরকার পাকিস্তানিদের ভারতে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। আগে ভিসা দেওয়া হলেও তা বাতিল করা হয়েছে। ভারত সরকারের এই সিদ্ধান্তের পর ফাওয়াদ ইনস্টাগ্রাম স্টোরিতে পেহেলগামে সন্ত্রাসী গোষ্ঠীর হামলাকে ঘিরে একটি পোস্ট দিয়েছেন।
এই পোস্টে অভিনেতা ফাওয়াদ খান লেখেন, “পেহেলগামে জঘন্য হামলার কথা শুনে খুবই কষ্ট হচ্ছে। এই ভয়াবহ ঘটনায় আক্রান্তদের প্রতি আমার সমবেদনা এবং প্রার্থনা। আমি প্রার্থনা করছি, এই কঠিন সময়ে তাদের পরিবার যেন তা সামলে ওঠার জন্য মানসিক শক্তি পান। তাড়াতাড়ি তারা যেন এই যন্ত্রণা থেকে বের হতে পারেন।”
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
রাশিয়ায় রাষ্ট্রদূত রাখার সুযোগ পাচ্ছে তালেবান
আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে মস্কোতে একজন রাষ্ট্রদূত রাখার অনুমতি দেবে রাশিয়া। বুধবার রাশিয়া এ তথ্য জানিয়েছে।
চলতি সপ্তাহে তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা তুলে নিয়েছিল রাশিয়া। এরপরেই এই রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি জানালো মস্কো।
২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইসলামপন্তি তালেবান প্রশাসন ক্ষমতা দখল করে। এরপর থেকে মস্কো তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তালেবান কর্মকর্তারা রাশিয়ায় বড় ধরনের কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,রাশিয়ার কর্মকর্তারা আফগানিস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন।
এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, “আফগান নেতৃত্বের প্রতিনিধিদের জানানো হয়েছে যে, রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবান আন্দোলনের উপর নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণার পর, রুশ পক্ষ মস্কোতে আফগানিস্তানের কূটনৈতিক মিশনকে রাষ্ট্রদূতের স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।”
ঢাকা/শাহেদ