ইকুয়েডরের ফুটবলার জ্যাকসন রদ্রিগেজের স্ত্রী ও তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে অপহরণ করেছে ডাকাতেরা। দেশটির শীর্ষ লিগের ক্লাব এমেলেকের এ ডিফেন্ডারের খোঁজে বাসার দরজা ভেঙে ঢুকেছিল তারা। তদন্তকারীদের জ্যাকসন জানিয়েছেন, সে সময় তিনি বিছানার নিচে লুকিয়ে ছিলেন।

জ্যাকসনের স্ত্রী এবং সন্তান অপহৃত হওয়ার খবরটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। বন্দরনগরী গুয়াইয়াকিলে স্থানীয় সময় বুধবার রাত তিনটায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন পুলিশপ্রধান এদিসন রদ্রিগেজ।

পুলিশপ্রধান জানান, জবানবন্দীতে ২৬ বছর বয়সী রদ্রিগেজ বলেন, বাড়ির সদর দরজা ভেঙে ফেলার শব্দ শুনেই তিনি বিছানার নিচে লুকিয়ে পড়েছিলেন। দ্য সান জানিয়েছে, ডাকাতেরা জ্যাকসনের বাসায় লুটপাটও চালিয়েছে। জ্যাকসন বাসায় আছেন কি না, তাঁর স্ত্রীর কাছে জানতে চেয়েছিল দুষ্কৃতকারীরা। এরপর তাঁর স্ত্রী ও সন্তানকে তুলে নিয়ে যাওয়া হয়।

পুলিশের মতে, জ্যাকসন জানালা দিয়ে দেখেছেন, ‘একটি ধূসর রঙের পিকআপ’ ব্যবহার করেছে দুষ্কৃতকারীরা।

ইকুয়েডর সরকার ১০ দিন আগে দেশটির নয়টি স্থানে জরুরি অবস্থা ঘোষণার পর এ ঘটনা ঘটল। এ নয়টি স্থানের মধ্যে গুয়াইয়াস প্রদেশও আছে, যেখানে গুয়াইয়াকিল বন্দরনগরী অবস্থিত। সংঘবদ্ধ অপরাধী চক্রের মোকাবিলায় জরুরি অবস্থা জারি করা এসব স্থানে নিরাপত্তা বাহিনীর টহল বাড়ানো হয়েছে। কর্তৃপক্ষের দাবি, সংঘবদ্ধ অপরাধী চক্রের কারণে সহিংস ঘটনা বাড়ছে।

দক্ষিণ আমেরিকার দেশটির সরকারের দাবি অনুযায়ী, চার বছর ধরেই সেখানে অপরাধপ্রবণতা বাড়ার পাশাপাশি জনজীবনে নিরাপত্তা কমেছে আশঙ্কাজনক হারে। যা চলতি বছরের প্রথম কয়েক মাসে আরও বেড়েছে। জানুয়ারি থেকে মার্চের মধ্যে সহিংস ঘটনায় দেশটিতে ২ হাজার ৩৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ইকুয়েডরের রাজধানী কিটো থেকে ১৬৮ মাইল দক্ষিণ–পশ্চিমাঞ্চলের শহর গুয়াইয়াকিলেই মারা গেছেন ৭৪২ জন।

ইকুয়েডরে ফুটবলারদের অপরাধীদের লক্ষ্যবস্তু হওয়া নতুন না। গত বছর ডিসেম্বরে ইকুয়েডরের শীর্ষে লিগের ক্লাব লিগা দে কিটোর ডিফেন্ডার পেদ্রো পেরলাজাকে রাজধানী কিটো থেকে ১১৩ মাইল উত্তর–পশ্চিমাঞ্চলের শহর এসমেরালদাসে অপহরণ করা হয়। কিছুদিন পর তাঁকে উদ্ধার করে পুলিশ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: জ য কসন অপর ধ

এছাড়াও পড়ুন:

ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে অপহৃত ৩ শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) গভীর রাতে উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। এসময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়েছে।

উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন- মালাভি পাথিরানা, পাথিরানা ও থুপ্পি মুদিইয়ানসেল্যাগ নীল।

আটককৃতরা হলেন- আমবাড়ি গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২), সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), চর কুলিয়া এলাকার এস এম শামসুল আলম (৪৫) ও গোপালগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ(৩৮)।

আরো পড়ুন:

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ফুলবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানের চালক ও যাত্রী নিহত

অপহরণের অভিযোগে আটক ৪ জন

পুলিশ জানায়, শহিদুল শেখের ব্যবসায়িক আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন তিন শ্রীলঙ্কান নাগরিক। পরবর্তীতে শ্রীলঙ্কায় তাদের পরিবারের সদস্যদের কাছে বাংলাদেশের একটি নম্বর থেকে ফোন করে মুক্তিপণ দাবি করা হয়। পরে স্বজনেরা শ্রীলঙ্কায় বাংলাদেশ হাই-কমিশনে অভিযোগ দায়ের করেন।

বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, ‘‘হাই-কমিশনে দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মুক্তিপণের উদ্দেশ্যে আটকে রাখা তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে। সেই সঙ্গে অপহরণের সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/শহিদুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ

  • অপহৃত চবির ৫ শিক্ষার্থী মুক্ত
  • অপহরণের ৯ দিন পর খাগড়াছড়ির ৫ শিক্ষার্থী মুক্ত
  • আট দিন পর চবির অপহৃত ৫ শিক্ষার্থী উদ্ধার
  • খাগড়াছড়িতে অপহৃত পাঁচ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী মুক্ত: পিসিপি
  • ব্যবসায়িক আমন্ত্রণ করে অপহরণ, সেই ৩ শ্রীলঙ্কান নাগরিক উদ্ধার
  • অপহরণের শিকার তিন শ্রীলঙ্কান বাগেরহাট থেকে উদ্ধার
  • শরীরে ছ্যাঁকা দিয়ে হাতের নখ উপড়ে প্রতিবন্ধী বানিয়ে করানো হতো ভিক্ষা
  • উদ্ধার অভিযানে মিলল ‘ইউপিডিএফের আস্তানা’
  • খাগড়াছড়িতে সন্ত্রাসীদের আস্তানায় মিলল ইউনিফর্ম-ওয়াকিটকি