জিম্বাবুয়ের বিপক্ষে ২৮ এপ্রিল চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ দল। ওই টেস্টের দলে ফেরানো হয়েছে এনামুল হক বিজয়কে। তিনি সাদা বলে ডিপিএল খেলছিলেন। তাকে হুট করে টেস্ট দলে ডাকার ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, প্রক্রিয়ার মধ্যে ছিলেন বিজয়। 

লিপু বলেন, ‘বিজয় সবসময়ই আমাদের প্রক্রিয়ায় ছিল, ভাবনায় ছিল। কাউকে দলে ফেরানোর আগে ‘এ’ দলে সুযোগ দিতে হয়, আমরা এই প্রক্রিয়া অনুসরণ করেছি। গত বছর তিনি পাকিস্তানে ‘এ’ দলের সফরে ছিলেন।’ 

বিজয়ের মতো পাকিস্তানের বিপক্ষে ‘এ’ দলের সিরিজে ছিলেন জাকের আলী। দুর্দান্ত এক সেঞ্চুরি করে টেস্ট দলে ঢুকে জায়গা পাকা করে নিয়েছেন তিনি। তবে পাকিস্তানে গিয়ে বিজয় ভালো করতে পারেননি। বৃষ্টি বিঘ্নের কারণে দুটি চারদিনের ম্যাচের তিন ইনিংসে ব্যাট করতে পেরেছিলেন। ওই তিন ইনিংসে মাত্র ১৮ রান যোগ করেছিলেন টপ অর্ডারে ব্যাট করা বিজয়। 

তবে নির্বাচক লিপু জানিয়েছেন, ডিপিএলে ভালো করায় এবং এনামুলকে আত্মবিশ্বাসী মনে হওয়ায় তাকে টেস্ট দলে ফেরানো হয়েছে, ‘বিজয় খুব আত্মবিশ্বাস নিয়ে খেলছে। টেস্ট ওপেনারের যে টেম্পারমেন্ট থাকতে হয়, সেটি তার মাঝে দেখছি। এই সিরিজ শেষে তাকে নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষেও খেলাব। অনেকদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। শক্তিশালী কোনো প্রতিপক্ষের সঙ্গে খেলেননি। তাকে দলে ফেরানোর এটিও একটি কারণ।’

বিজয় দলে ফেরায় অফ ফর্মে থাকা দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল জয়ের একজন চট্টগ্রাম টেস্টে বাদ পড়তে পারেন। বিসিবির প্রধান নির্বাচক লিপু জানিয়েছেন, বাদ দেওয়ার আগে প্রমাণের যথেষ্ট সুযোগ তারা দিতে চেয়েছেন। অফ ফর্মে থাকা জাকির হাসানকেও ‘এ’ দলের বিপক্ষে সিরিজ খেলানোর কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এই অধিনায়ক লিপু।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

রাশিয়ায় রাষ্ট্রদূত রাখার সুযোগ পাচ্ছে তালেবান

আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষকে মস্কোতে একজন রাষ্ট্রদূত রাখার অনুমতি দেবে রাশিয়া। বুধবার রাশিয়া এ তথ্য জানিয়েছে।

চলতি সপ্তাহে তালেবানের ওপর থেকে ‘সন্ত্রাসবাদী’ তকমা তুলে নিয়েছিল রাশিয়া। এরপরেই এই রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি জানালো মস্কো।

২০২১ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর ইসলামপন্তি তালেবান প্রশাসন ক্ষমতা দখল করে। এরপর থেকে মস্কো তাদের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে তালেবান কর্মকর্তারা রাশিয়ায় বড় ধরনের কয়েকটি আয়োজনে অংশ নিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে,রাশিয়ার কর্মকর্তারা আফগানিস্তানের পররাষ্ট্র ও স্বরাষ্ট্রমন্ত্রীদের সাথে আলোচনা করেছেন।

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, “আফগান নেতৃত্বের প্রতিনিধিদের জানানো হয়েছে যে, রাশিয়ার সুপ্রিম কোর্ট তালেবান আন্দোলনের উপর নিষেধাজ্ঞা স্থগিত ঘোষণার পর, রুশ পক্ষ মস্কোতে আফগানিস্তানের কূটনৈতিক মিশনকে রাষ্ট্রদূতের স্তরে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।”

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ