দেশের বাজারে ‘ওয়ালপ্যাড ৯জি’ মডেলের নতুন অ্যান্ড্রয়েড ট্যাবলেট কম্পিউটার এনেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ৮.৬৮ ইঞ্চি এইচডি (হাই-ডেফিনেশন) আইপিএস পর্দার ট্যাবলেট কম্পিউটারটির রিফ্রেশ রেট ৯০ হার্টজ হওয়ায় সহজেই ভালো মানের ছবি ও ভিডিও দেখা যায়। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞাপ্তি এ তথ্য জানিয়েছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

সংবাদ বিজ্ঞাপ্তি বলা হয়েছে, অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে চলা ট্যাবলেট কম্পিউটারটিতে রয়েছে হেলিও জি৯৯ অক্টাকোর প্রসেসর, ৪ গিগাবাইট র‌্যাম এবং ১২৮ গিগাবাইট ধারণক্ষমতা। এর পাশাপাশি মালি-জি৫৭ জিপিইউ থাকায় দ্রুত বিভিন্ন অ্যাপ ব্যবহারের পাশাপাশি স্বচ্ছন্দে উন্নত রেজল্যুশনের গেমস খেলা যায়।

ট্যাবলেট কম্পিউটারটির পেছনে ১৩ ও ৫ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এর ফলে ছবি তোলা ও ভিডিও ধারণের পাশাপাশি সহজেই ভিডিও কল বা অনলাইন ক্লাস করা যায়। ৫ হাজার ১০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিসহ ১৮ ওয়াটের ফাস্টচার্জ প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করার পাশাপাশি দীর্ঘ সময় ব্যবহার করা যায় ট্যাবলেট কম্পিউটারটি। ফলে ব্যাটারির চার্জ নিয়ে চিন্তা করতে হয় না।

ডুয়েল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.

২, হাইব্রিড সিম স্লট এবং ইউএসবি টাইপ-সি পোর্টযুক্ত ট্যাবলেট কম্পিউটারটিতে জিপিএস, জি-সেন্সর, লাইট সেন্সর, হল সেন্সর ও কম্পাসের মতো প্রয়োজনীয় সেন্সর সুবিধাও রয়েছে। এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ট্যাবলেট কম্পিউটারটির দাম ১৬ হাজার ৬৫০ টাকা।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

শিবগঞ্জে ৯৯টি ককটেল ও  ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক ট্রার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুপুর বেলায় চকপাড়া বিওপির টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার

কুষ্টিয়ায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১  

তিনি আরো বলেন,  ‘‘যারা এতগুলো বিস্ফোরকবস্তু রেখেছিল, তারা নিশ্চয় ভালো কাজের জন্য রাখেনি। ককটেল-পেট্রোল বোমার মালিককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’ 

ঢাকা/শিয়াম/বকুল

সম্পর্কিত নিবন্ধ