বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় অস্ট্রেলিয়া
Published: 24th, April 2025 GMT
অস্ট্রেলিয়া বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু চায় বলে মন্তব্য করেছেন দেশটির হাইকমিশনার সুসান রাইলি। প্রয়োজনীয় ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
সুসান রাইলি বলেন, ‘‘প্রধান নির্বাচন কমিশনার আমাদের সময় দিয়েছেন, এজন্য তাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশে আসন্ন নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে পেরেছি। অস্ট্রেলিয়া আশা করে, এই নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা নির্দিষ্ট ক্ষেত্রে নির্বাচন কমিশনকে সহায়তা দিতে প্রস্তুত।’’
আরো পড়ুন:
নির্বাচনে সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী দেবে পাঁচ ইসলামী দল
সংবিধান সংশোধনীর সব ক্ষেত্রে গণভোট প্রয়োজন নয়: সালাহউদ্দিন আহমেদ
এর আগেও ইসির সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিকরা বৈঠক করে সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। একই সঙ্গে অনেকে নির্বাচনী সহায়তাও দিতে চেয়েছেন। এ ছাড়াও নির্বাচনী উপকরণ দিয়ে সহায়তা দিচ্ছে ইউএনডিপি।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে ইসি।
ঢাকা/হাসান/এনএইচ
.