ফাইনালের আগে রিয়াল শিবিরে দুঃসংবাদ
Published: 24th, April 2025 GMT
লা লিগায় বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে গেতাফের বিপক্ষে জয় পেলেও সামনে কোপা দেল রের ফাইনালের আগে বড় এক সংকটে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার বিপক্ষে মর্যাদার লড়াইয়ের আগে চোটে পড়েছেন ডিফেন্ডার ডেভিড আলাবা এবং মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। যা ম্যাচটির আগে কোচ কার্লো আনচেলত্তিকে ফেলেছে বড় দুশ্চিন্তায়।
গেতাফের বিপক্ষে ১-০ গোলে জয় পেলেও ম্যাচটি সুখকর হয়নি রিয়ালের জন্য। ম্যাচ চলাকালিন আলাবা বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে প্রথমার্ধেই মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গাও দ্বিতীয়ার্ধের শেষ দিকে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে পড়ে কুঁচকির ইনজুরিতে পড়েন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র তথ্য অনুযায়ী, কামাভিঙ্গা প্রাথমিকভাবে খেলা চালিয়ে যেতে চাইলেও ব্যথা এতটাই তীব্র ছিল যে তাকে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়। দুর্ভাগ্যজনকভাবে তখন রিয়ালের সব বদলি খেলোয়াড় ব্যবহৃত হয়ে যাওয়ায় ম্যাচের শেষ সময় তারা একজন কম নিয়ে খেলতে বাধ্য হয়।
আরো পড়ুন:
বার্সার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল রিয়াল
লরিয়াস পুরষ্কার জিতেছে ইয়ামাল ও রিয়াল মাদ্রিদ
চোটের কারণে আলাবার অনুপস্থিতি এবং মেন্ডির খারাপ ফর্ম —এই দুই মিলে আনচেলত্তির রক্ষণভাগ গঠনে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন লেফটব্যাক হিসেবে হয়তো ফ্রান গার্সিয়াকে মাঠে নামাতে হতে পারে। যিনি মূল একাদশে জায়গা পেলে তাকে সামলাতে হবে বার্সার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামালকে—যিনি এখন দুর্দান্ত ফর্মে রয়েছেন।
চলতি মৌসুমে ইতিমধ্যেই এল ক্লাসিকোতে দুইবার হেরেছে রিয়াল মাদ্রিদ। তাই ফাইনালে নামার আগে দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ইনজুরি রিয়ালের আত্মবিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে। আনচেলত্তির কৌশলে পরিবর্তন আসবে কিনা, তা এখন সময়ই বলবে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শিবগঞ্জে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক ট্রার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুপুর বেলায় চকপাড়া বিওপির টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
আরো পড়ুন:
ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার
কুষ্টিয়ায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১
তিনি আরো বলেন, ‘‘যারা এতগুলো বিস্ফোরকবস্তু রেখেছিল, তারা নিশ্চয় ভালো কাজের জন্য রাখেনি। ককটেল-পেট্রোল বোমার মালিককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শিয়াম/বকুল