ভারতশাসিত কাশ্মীরের অনন্তনাগ জেলার পুলিশ পহেলগাম হামলার সঙ্গে জড়িত চার বন্দুকধারীর মধ্যে তিনজনের নাম প্রকাশ করে এক নোটিশ জারি করেছে। নোটিশে বলা হয়েছে, তিনজনের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক। বাকি আরেকজন অনন্তনাগের স্থানীয় বাসিন্দা। তবে এই নোটিশে চতুর্থ সন্দেহভাজনের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। খবর-বিবিসি

পুলিশ বলছে, এই তিনজন পাকিস্তানের সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার সদস্য। যদিও এই অভিযোগের বিষয়ে এখনও তাদের কেউ কোনো মন্তব্য করেনি। পাকিস্তান এরই মধ্যে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে।

এছাড়া হামলায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য কাশ্মীরের ১৫০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। সন্দেহভাজন ব্যক্তিদের বিষয়ে তথ্য দেওয়ার জন্য পুলিশ ২০ লাখ রুপি পুরষ্কার ঘোষণা করেছে। একইসঙ্গে তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানিয়েছে।
 

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

শিবগঞ্জে ৯৯টি ককটেল ও  ৪০টি পেট্রোল বোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক ট্রার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক বস্তুগুলো উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। 

মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, দুপুর বেলায় চকপাড়া বিওপির টহল দলের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান চালায়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন:

ঝিনাইদহ সীমান্তে নারী-শিশুসহ ১১ বাংলাদেশি গ্রেপ্তার

কুষ্টিয়ায় দেড় কেজি স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১  

তিনি আরো বলেন,  ‘‘যারা এতগুলো বিস্ফোরকবস্তু রেখেছিল, তারা নিশ্চয় ভালো কাজের জন্য রাখেনি। ককটেল-পেট্রোল বোমার মালিককে শনাক্তের চেষ্টা করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’ 

ঢাকা/শিয়াম/বকুল

সম্পর্কিত নিবন্ধ