ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কে, ব্রাজিলিয়ান রোনালডো নাজারিও নাকি পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো? এই বহুচর্চিত বিতর্কে এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার জুলিও ব্যাপতিস্তা। তার স্পষ্ট বক্তব্য, দীর্ঘ ক্যারিয়ারের দিক থেকে এগিয়ে থাকলেও গুণগত মানে ব্রাজিলিয়ান রোনালডো ছিলেন ‘অতুলনীয়’। এমনকি তিনি বলেন, ‘রোনালডো (আর৯) যা করেছেন, তা সত্যিই পাগলামি!’

ইতালীয় গণমাধ্যম ফুট ইটালিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যাপতিস্তাকে প্রশ্ন করা হয়: ‘ক্রিশ্চিয়ানো রোনালদো নাকি ব্রাজিলিয়ান রোনালডো, কে সেরা স্ট্রাইকার?

জবাবে ব্যাপতিস্তা বলেন, ‘দুজনই ভিন্ন সময়ে অসাধারণ ছিলেন। তবে স্থায়ীত্বের দিক থেকে নিঃসন্দেহে ক্রিশ্চিয়ানো এগিয়ে। কিন্তু যেটা আমি ব্রাজিলিয়ান রোনালডোর কাছ থেকে দেখেছি, বিশেষ করে চোট পাওয়ার আগের সময়টায়-সেটা কেউ কখনো করেনি। ও যা করত, তার জন্য ওর প্রাপ্য যথাযথ শ্রদ্ধা। সেটা ছিল একেবারে ‘সত্যিই পাগলামি’। তাই আমি আমার দেশের লোককে এগিয়ে রাখব।’

রোনালডো নাজারিও, যিনি ‘আর৯’ বা ‘ফেরেনোমেনো’ নামে পরিচিত, মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপজয়ী দলের সদস্য হন, পরে নিজে দলের মূল ভরসা হয়ে জেতেন ২০০২ বিশ্বকাপ। তিনি দুইবার ব্যালন ডি’অর জিতেছেন। অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদো ক্যারিয়ারে পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন, পাঁচবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, পর্তুগালকে জিতিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপ।

এই প্রসঙ্গে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান রোনালডো নিজেও নিজের অবস্থান তুলে ধরেছিলেন। ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এই সেরা হওয়ার বিতর্কে আমি ঢুকতে চাই না। মানুষ নিজের প্রশংসা নিজেই করতে খুব পছন্দ করে। আমি চাই মানুষ আমার পারফরম্যান্স আর ক্যারিয়ার দেখে বিচার করুক। ক্রিশ্চিয়ানো অসাধারণ খেলোয়াড়, সে সবকিছু জিতেছে। কিন্তু আমি তাকে সর্বকালের সেরা বলবো না। অবশ্যই সে ইতিহাসের অন্যতম সেরা, তবে সবার সেরা নয়।’

এ সময় নিজের করা সেরা ফুটবলারের তালিকাও তুলে ধরেন তিনি। বলেন, ‘পেলে নিঃসন্দেহে নাম্বার ওয়ান। তারপর মেসি ও ম্যারাডোনা দুজনকেই একসঙ্গে রাখি। এরপর জিকো, রোমারিও, ক্রিশ্চিয়ানো, ফিগো, রিভালদো, রোনালদিনহো, ভ্যান বাস্তেন, জিদানসহ অনেকেই আছেন। এই তালিকা আমি বারবার বদলাই। তবে পেলে, মেসি আর ম্যারাডোনা এই তিনজনই আমার কাছে চূড়ান্ত।’

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আগামী রোববার তার ঢাকা আসার কথা ছিল। সম্প্রতি কাশ্মীরে বন্দুকধারীদের হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করায় এ সফর স্থগিতের ঘোষণা দিয়েছে দেশটি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফরে আসতে পারছেন না। সফরের পরবর্তী তারিখ আলোচনার মাধ্যমে ঠিক করা হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অণুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র শাহ আরিফ রহমান সমকালকে বলেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফর এবং এ সংক্রান্ত প্রস্তুতি চলমান রয়েছে। 

বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী  কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশকে তার আসন্ন ঢাকা সফর স্থগিতের অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।


আগামী রোববার (২৭ এপ্রিল) দুই দিনের সরকারি সফরে ঢাকায় আসার কথা ছিল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের।
 দীর্ঘ ১৩ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বি-পক্ষীয় বৈঠক অনুষ্ঠানের কথা ছিল। বৈঠককে কেন্দ্র করে দুই দেশই বেশ কিছু সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছিল। এর আগে গত ১৭ই এপ্রিল পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে যোগ দিতে ঢাকা সফর করেন। ওই সময় মন্ত্রী পর্যায়ের এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়।

সম্পর্কিত নিবন্ধ