নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, গাছে ঝুলছিল বাসটির ছাদ
Published: 24th, April 2025 GMT
ঝিনাইদহের শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় যাত্রীবাহী বাস। এ সময় খুলে গিয়ে গাছের ডালে ঝুলছিল বাসটির ছাদ। দুর্ঘটনায় ৪ জন আহত হলেও প্রাণ হারায়নি কেউ।
বুধবার (২৩ এপ্রিল) রাতে ‘এফকে ডিলাক্স’ নামের যাত্রীবাহী বাসটি ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে শৈলকুপা যাচ্ছিল। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার বড়দাহ এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা বাসটির ছাদ গাছের ডালে ঝুলে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং যান চলাচল স্বাভাবিক করে।
উদ্ধারের পর বাসটির ছাদ
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছাই। ৪ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাস এবং ছাদ সরিয়ে সড়ক পরিষ্কার করা হয়েছে।”
ঢাকা/শাহরিয়ার/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম
কে–পপ বয় ব্যান্ড সেভেনটিনের এক দশক পূর্তি হবে আগামী ২৬ মে। একই দিনে পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’ প্রকাশ করবে ব্যান্ডটি।
প্রায় তিন বছর পর সেভেনটিনের পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশিত হবে। সবশেষ ২০২২ সালে ‘ফেস দ্য সান’ শিরোনামে একটি অ্যালবাম এনেছিল ব্যান্ডটি।
‘হ্যাপি বার্থডে’ ও ‘বার্স্ট’ শব্দ মিলিয়ে অ্যালবামের নামকরণ করা হয়েছে। গ্রুপের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্ট বলেছে, ‘দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।’
এপ্রিলে জাপানের ওসাকায় ও মে মাসে সাইতামাতে ফ্যান মিট করবে সেভেনটিন। ১৩ সদস্যের ব্যান্ডটি গঠিত হয়েছে ২০১৫ সালের ২৬ মে। এদিন ব্যান্ডের প্রথম ইপি ‘১৭ ক্যারাট’ প্রকাশিত হয়েছে।
২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।
আরও পড়ুনকে পপ অ্যালবামের ইতিহাসে সবচেয়ে বেশি কপি বিক্রির রেকর্ড০৫ জুলাই ২০২৩