উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে: কুয়েট শিক্ষক সমিতি
Published: 24th, April 2025 GMT
সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যাহতির সিদ্ধান্তে ন্যায়বিচারের পরাজয় হয়েছে বলে মন্তব্য করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতি। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ফারুক হোসেন বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, ‘আমরা চেয়েছিলাম একটা রাজনীতিমুক্ত ক্যাম্পাস। কিন্ত বর্তমান সময়ে যারা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আন্দোলন করে আসছিল, আমরা দেখতে পাচ্ছি তারাই আজ অন্ধকার রাজনীতির করালগ্রাসে বন্দি। এ কারণে ১৮ ফেব্রুয়ারি ক্যাম্পাসে উদ্ভূত সংকট নিরসনে শিক্ষকদের কোনো চেষ্টায় সফল হয়নি।’
তারা বলেন, শিক্ষা উপদেষ্টাসহ তাঁর পাঠানো প্রতিনিধিদলও এক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন। ফলে সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে উপাচার্য ও উপ-উপাচার্যের অব্যহতির সিদ্ধান্তে মূলত ন্যায়বিচারের পরাজয় হয়েছে।
বিবৃতিতে তারা বলেন, গৌরবান্বিত জুলাই গণঅভ্যুত্থানের দীর্ঘ আট মাস পরও যদি শিক্ষা প্রতিষ্ঠানে এমন কার্যক্রম চলতে থাকে, তা শুধু বিশ্ববিদ্যালয় নয় সমগ্র বাংলাদেশের রাষ্ট্রীয় শৃঙ্খলা ভেঙে ফেলতে পারে, যা নিয়ে শিক্ষক সমিতি উদ্বেগ প্রকাশ করছে। তবে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষকরা সব সময় সচেষ্ট থাকবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপ চ র য
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ, নেবে ৮৪ জন
সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৬টি পদে মোট ৮৪ জনকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন যেকেউ। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হয়েছে ২৩ এপ্রিল থেকে।
পদের নাম ও পদসংখ্যা
১. হিসাব সহকারী
পদসংখ্যা: ৯
বেতনস্কেল: ৯৩০০–২২৪৯০ টাকা
২. অফিস সহায়ক
পদসংখ্যা: ৩৩
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫৩. বেয়ারার
পদসংখ্যা: ১
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৪. নিরাপত্তাপ্রহরী
পদসংখ্যা: ২২
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৫. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১৮
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
৬. মালি
পদসংখ্যা: ১
বেতনস্কেল: ৮২৫০-২০০১০ টাকা
আরও পড়ুনকুয়েটের উপাচার্য ও সহ-উপাচার্যকে সরিয়ে দেওয়া হচ্ছে ৭ ঘণ্টা আগেচাকরি আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ২২ এপ্রিলে ন্যূনতম ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণে অ্যাফিডেভিট গ্রহণযোগ্যে নয়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদন শেষ কবে
আগ্রহী প্রার্থীরা ১৩-০৫-২০২৫, বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুনসরকারি প্রতিষ্ঠানে ৬৪ পদে নিয়োগ, বেতনের সঙ্গে নানা সুবিধা১৯ এপ্রিল ২০২৫