পাকিস্তানের বিপক্ষে কোনো সিরিজ খেলবে না ভারত
Published: 24th, April 2025 GMT
দীর্ঘ ১৫ বছর পেরিয়ে গেলেও দ্বিপক্ষীয় সিরিজে মুখোমুখি হয়নি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর সম্পর্কের সেই বরফ গলার কোনো আশাও দেখা যাচ্ছে না। বরং বিসিসিআইয়ের পক্ষ থেকে আবারও জানিয়ে দেওয়া হয়েছে, নিকট ভবিষ্যতেও পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত।
এই বিষয়ে সোজাসাপটা বার্তা দিয়েছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা। মঙ্গলবারের ওই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। সরকারের সিদ্ধান্ত অনুযায়ীই আমাদের অবস্থান। আমরা পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলি না, কারণ এটা সরকারের নীতিগত অবস্থান।’
তিনি আরও যোগ করেন, ‘ভবিষ্যতেও দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। অবশ্যই আইসিসির ইভেন্টে আমরা খেলি, কারণ এটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার নিয়মের অন্তর্ভুক্ত।’
ভারত ও পাকিস্তানের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১২-১৩ মৌসুমে। সীমিত ওভারের ওই সিরিজেই শেষবার ভারতের মাটিতে খেলেছিল পাকিস্তান। এরপর থেকে দুই দলের দেখা শুধুই আইসিসি ও এশিয়া কাপের মতো টুর্নামেন্টে।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারতের মাটিতে খেললেও, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ক্ষেত্রে হাইব্রিড মডেল গ্রহণ করে ভারত। পাকিস্তানে না গিয়ে নিজেদের ম্যাচগুলো খেলেছে সংযুক্ত আরব আমিরাতে, আর সেই আসরেই চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল।
মঙ্গলবার কাশ্মীরের পাহাড়ঘেরা উপত্যকা পহেলগামে মর্মান্তিক হামলায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ আহত হন। অজ্ঞাত বন্দুকধারীরা পর্যটকদের ওপর গুলি চালায় বলে জানা যায়। ২০১৯ সালের পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা এটি।
এই হামলার দায় স্বীকার করে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি গোষ্ঠী। তারা দাবি করেছে, অঞ্চলটিতে ৮৫ হাজার বহিরাগত বসতির প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স স আই
এছাড়াও পড়ুন:
মস্কোতে ঢাকার ‘মাস্তুল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে বাংলাদেশের ‘মাস্তুল’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে স্থানীয় সময় রাতে রয়েছে ‘মাস্তুল’-এর আরও একটি প্রদর্শনী আছে বলেন জানান নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
মঙ্গলবার প্রিমিয়ারে ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, দীপক সুমন ও চিত্রগ্রাহক আরিফুজ্জামান।
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।
অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, ‘মস্কোর মতো এত বড় উৎসবে হাজির হতে পারা যে কারও জন্যই সৌভাগ্যের, আমি নিজের অভিনীত কাজ দিয়ে এই উৎসবে হাজির হতে পারায় সৌভাগ্যবান মনে করছি। এই ছবিতে সুযোগ পাওয়াকেও আমি সৌভাগ্যের মনে করি।’
আরেক অভিনেতা দীপক সুমন বলেন, ‘দর্শক এত নিখুঁতভাবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, সেটা দেখে আমি বিস্মিত হয়েছি। একজন ভিনদেশি দর্শক তো আমাকে জিজ্ঞেসই করে ফেললেন যে ‘আমি সত্যি সত্যি জাহাজে জব করি কি না! দর্শক ও ক্রিটিকদের এমন ভাবনা নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তির।’
নির্মাতা নূরুজ্জামান বলেন, ‘আমার সবচেয়ে যে বিষয়টি তৃপ্তির লেগেছে, সেটা হলো উৎসবের প্রজেকশন সিস্টেম। এত দারুণ স্ক্রিন, এত বিশাল! সেই সঙ্গে সাউন্ডসহ টেকনিক্যাল সব বিষয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি “মাস্তুল”-এর প্রিমিয়ারে। সব ঠিক থাকলে ২৬ এপ্রিল ঢাকায় ফিরবে টিম ‘মাস্তুল’।’