মুগদা হাসপাতালে যৌথবাহিনীর অভিযান, ৩০ দালাল আটক
Published: 24th, April 2025 GMT
রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৩০ জন দালালকে আটক করেছে যৌথবাহিনী। এ সময় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন দালালকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে হাসপাতাল এলাকায় পুলিশ-সেনাবাহিনীর যৌথ এ অভিযান চালানো হয়। অভিযান চলে দুপুর পর্যন্ত।
এ সময় অনেকে দালাল পালিয়ে গেলেও বেশ কিছু দালালকে যৌথ বাহিনী আটক করে। এসব দালালরা হাসপাতালে আগত রোগী এবং স্বজনদের হয়রানির পাশাপাশি চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি করছিল।
মুগদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান জানান, অভিযানে ৩০ জনের মতো দালাল আটক হয়েছে। এরপর থেকে ম্যাজিস্ট্রেট বিচারিক কার্যক্রম পরিচালনা করছেন। শেষ হলে নিশ্চিত করে বলা যাবে কতজনকে সাজা কিংবা জরিমানা করা হয়েছে।
ঢাকা/এমআর/টিপু
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
চলতি বছর বাংলাদেশে আরো ৩০ লাখ মানুষ দরিদ্র হতে পারে: বিশ্বব্যাংক
চলতি বছর বাংলাদেশে নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বুধবার (২৪ এপ্রিল) প্রকাশিত ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ প্রতিবেদনে বিশ্বব্যাংক এমন শঙ্কা প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে শ্রমবাজারের দুর্বল অবস্থা অব্যাহত থাকবে। অর্থনৈতিক ধীরগতির কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর ওপর বেশি প্রভাব পড়তে পারে। এছাড়া, সাধারণ মানুষের, বিশেষ করে দারিদ্র্যসীমার নিচে নেমে যাওয়ার ঝুঁকিতে থাকা মানুষের প্রকৃত আয় কমতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্লথগতির কারণে ঝুঁকিতে থাকা গরিব মানুষের ওপর বেশি প্রভাব পড়ছে। এতে বৈষম্য আরো বাড়বে বলে বিশ্বব্যাংক মনে করে।
বিশ্বব্যাংকের হিসেবে কোনো মানুষের দৈনিক আয় ২ দশমিক ১৫ ডলারের কম হলে তাকে হত দরিদ্র হিসেবে বিবেচনা করা হয়। ২০২২ সালে বাংলাদেশে এ হার ছিল ৫ শতাংশ। ২০২৫ সালে হতদরিদ্রের হার ৯ দশমিক ৩ শতাংশে উন্নীত হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক জাতীয়ভাবে হিসাব করা দারিদ্র্যের হার বেড়ে যাওয়ার আশঙ্কা করেছে। ২০২২ সালে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেশে দারিদ্র্যের হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ। চলতি বছরে তা বেড়ে ২২ দশমিক ৯ শতাংশ হতে পারে।
এর আগে বিশ্বব্যাংকের দ্বিবার্ষিক প্রতিবেদন ‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’-এর পূর্বাভাসে বলা হয়েছে, চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৩ শতাংশ হতে পারে। এর আগে গত জানুয়ারি মাসে ৪ দশমিক ১ শতাংশ প্রবৃদ্ধি হবে বলে জানিয়েছিল বিশ্বব্যাংক। নতুন পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি কিছুটা বেড়ে ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে।
ঢাকা/হাসান/রফিক