চট্টগ্রাম ও বগুড়ায় ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ‘বিজনেস গুডইউল গ্যাদারিং’
Published: 24th, April 2025 GMT
বাংলাদেশের টেক জায়ান্ট ও সুপারব্র্যান্ড ওয়ালটনের ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের আয়োজনে চট্টগ্রাম ও বগুড়ায় হয়েছে ‘বিজনেস গুডইউল গ্যাদারিং-২০২৫’ শীর্ষক সম্মেলন। এতে বগুড়া ও চট্টগ্রাম অঞ্চলে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় ৫০০ ব্যবসায়িক অংশীদারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি এবং কর্মকর্তা অংশ নেন।
গত সোমবার (২১ এপ্রিল, ২০২৫) বন্দর নগরী চট্টগ্রামের হোটেল পেনিনসুলার বলরুমে চট্টগ্রাম জোনের ডিস্ট্রিবিউটরদের অংশগ্রহণে সম্মেলন হয়। এতে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও ফেনীর ডিস্ট্রিবিউটর ও বিক্রয় প্রতিনিধিরা যোগ দেন।
এর আগে চলতি মাসের ১৬ তারিখে বগুড়ার পাঁচ তারকা হোটেল মোমো ইন‘র অডিটরিয়ামে হয় বগুড়া অঞ্চলের সম্মেলন। এতে যোগ দেন রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, বগুড়া, রংপুর এবং পাবনা জোন থেকে আসা ডিস্ট্রিবিউটরগণ।
সম্মেলনে ওয়ালটন ব্র্যান্ডের প্রতি সিংহভাগ ক্রেতার আস্থা বজায় রাখা, পণ্য বিক্রয়ে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জন, গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও সুবিধা প্রদান, বাজার গবেষণা ও বিশ্লেষণের মাধ্যমে সময়োপযোগী বিপণন কৌশল প্রণয়ন ইত্যাদি বিষয়ে ডিস্ট্রিবিউটরদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরামর্শ দেন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্মেলন দুটিতে উপস্থিত ছিলেন—ওয়ালটন হাই-টেকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস ফিরোজ আলম, চেয়ারম্যানের বিজনেস কো-অর্ডিনেটর মো.
সম্মেলনে ডিস্ট্রিবিউটরগণ ব্যবসা পরিচালনায় তাদের সমস্যা, সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো ওয়ালটন কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন। ডিস্ট্রিবিউটরদের উদ্দেশে ওয়ালটন হাই-টেকের ডিএমডি মফিজুর রহমান জাকির বলেন, কোভিড, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ডলারের দাম অত্যাধিক হারে বৃদ্ধিসহ অন্যান্য চ্যালেঞ্জ কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দেশের ইলেনট্রনিক্স শিল্প। সামনে অবারিত সুযোগ আসছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে। সেজন্য ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনার পাশাপাশি প্রযুক্তির সঙ্গে নিজেকে আপডেট রাখতে হবে।
ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ফিরোজ আলম বলেন, ওয়ালটন শতভাগ ভ্যাট-ট্যাক্স পরিশোধ করে নিময় মেনে ব্যবসা পরিচালনার মাধ্যমে দেশের জিডিপি, কর্মসংস্থান, রপ্তানি ও অর্থনৈতিক অগ্রগতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। আপনাদের (ডিস্ট্রিবিউটর) সহযোগিতায় এবং দেশীয় ব্র্যান্ডের প্রতি ক্রেতাদের আস্থা ও ভালোবাসায় ওয়ালটন আজ দেশের সুপারব্র্যান্ডে পরিণত হয়েছে। আপনাদের সব ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ওয়ালটন কর্তৃপক্ষ।
ঢাকা/মাহফুজ/একরাম/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ড স ট র ব উটর ন টওয় র ক র ব জন স ব যবস
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ল্যাম্পসের ৯ মাসে লোকসান কমেছে ৫৪.৭৩ শতাংশ
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২৫) ও নয় মাসে (জুলাই-মার্চ, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির নয় মাসে শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে।
বুধবার (২৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.১১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১.৩৬) টাকা। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান থেকে মুনাফায় ফিরেছে।
এদিকে, তিন প্রান্তিক মিলে বা ৯ মাসে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে (৫.৪৬) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (১২.০৬)। সেই হিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান কমেছে ৬.৬০ টাকা বা ৫৪.৭৩ শতাংশ।
২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪.২৪ টাকা।
ঢাকা/এনটি/ইভা