শিবচরে সেতুর নিচে পড়ে ছিল যুবকের ক্ষতবিক্ষত লাশ
Published: 24th, April 2025 GMT
মাদারীপুরের শিবচরে একটি সেতুর নিচ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাদিরপুর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই যুবকের নাম কামরুল জামান চৌকদার (৩২)। তিনি শিবচরের পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কাদিরপুর সেতুর নিচে লাশটি দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তাঁরা শিবচর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের একাধিক আঘাত আছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁকে হত্যার পর লাশটি রেখে পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মস্কোতে ঢাকার ‘মাস্তুল’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪৭তম আসরে বাংলাদেশের ‘মাস্তুল’ চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। বৃহস্পতিবার উৎসবের শেষ দিনে স্থানীয় সময় রাতে রয়েছে ‘মাস্তুল’-এর আরও একটি প্রদর্শনী আছে বলেন জানান নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান।
মঙ্গলবার প্রিমিয়ারে ছিলেন চলচ্চিত্রটির নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, অভিনেতা ফজলুর রহমান বাবু, দীপক সুমন ও চিত্রগ্রাহক আরিফুজ্জামান।
জলে ভাসমান জাহাজিদের গল্প নিয়ে নির্মিত ‘মাস্তুল’-এ আরও অভিনয় করেছেন আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিফাত বন্যা প্রমুখ।
অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমকে বলেন, ‘মস্কোর মতো এত বড় উৎসবে হাজির হতে পারা যে কারও জন্যই সৌভাগ্যের, আমি নিজের অভিনীত কাজ দিয়ে এই উৎসবে হাজির হতে পারায় সৌভাগ্যবান মনে করছি। এই ছবিতে সুযোগ পাওয়াকেও আমি সৌভাগ্যের মনে করি।’
আরেক অভিনেতা দীপক সুমন বলেন, ‘দর্শক এত নিখুঁতভাবে সবকিছু পর্যবেক্ষণ করেছেন, সেটা দেখে আমি বিস্মিত হয়েছি। একজন ভিনদেশি দর্শক তো আমাকে জিজ্ঞেসই করে ফেললেন যে ‘আমি সত্যি সত্যি জাহাজে জব করি কি না! দর্শক ও ক্রিটিকদের এমন ভাবনা নিঃসন্দেহে আমার জন্য বড় প্রাপ্তির।’
নির্মাতা নূরুজ্জামান বলেন, ‘আমার সবচেয়ে যে বিষয়টি তৃপ্তির লেগেছে, সেটা হলো উৎসবের প্রজেকশন সিস্টেম। এত দারুণ স্ক্রিন, এত বিশাল! সেই সঙ্গে সাউন্ডসহ টেকনিক্যাল সব বিষয়ে ভীষণ তৃপ্তি পেয়েছি “মাস্তুল”-এর প্রিমিয়ারে। সব ঠিক থাকলে ২৬ এপ্রিল ঢাকায় ফিরবে টিম ‘মাস্তুল’।’