নিউজিল্যান্ডেও শুরু হচ্ছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ
Published: 24th, April 2025 GMT
ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগের জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের মতো বড় ক্রিকেট খেলিয়ে দেশ ছাড়াও কানাডা, নামিবিয়া ও আমেরিকাতেও এখন চলছে ফ্র্যাঞ্চাইজি লিগ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে নিউজিল্যান্ডের নাম।
সম্প্রতি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) এক বিবৃতিতে জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি ট্রু নর্থ স্পোর্টস ভেঞ্চারস (টিএনএস)-এর সঙ্গে অংশীদারিত্ব করেছে। এরই ধারাবাহিকতায় ২০২৭ মৌসুমে নিউজিল্যান্ডে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ।
নতুন এই লিগ হবে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)-এর অংশ। বর্তমানে এমএলসি আয়োজিত হচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানে ছয়টি দল নিয়ে শুরু হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি লিগ। পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের মধ্যে দলসংখ্যা বাড়িয়ে আটে এবং ২০৩১ সালের মধ্যে দশে নেওয়ার।
নিউজিল্যান্ডে শুরু হতে যাওয়া এই লিগে ঘরোয়া ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটারদেরও। লিগটির সার্বিক উন্নয়নে কোচিং, টিম ম্যানেজমেন্ট ও সাপোর্ট স্টাফ দিয়ে সহায়তা দেবে এনজেডসি।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক বলেছেন, ‘বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও এগোতে হবে। এই অংশীদারিত্ব শুধু আয়ের নতুন পথই খুলে দিচ্ছে না, বরং আমাদের ব্র্যান্ড ও দর্শকসংখ্যাও বাড়াবে। সবচেয়ে বড় কথা, এটি স্থানীয় প্রতিভা গড়ে তোলার পাশাপাশি ধরে রাখার সুযোগ করে দেবে।’
এনজেডসির ভাষ্য অনুযায়ী, এটি হবে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড ও একটি পেশাদার ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে সরাসরি অংশীদারিত্ব।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ফ র য ঞ চ ইজ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস নির্বাচনে সম্ভাব্য ২৪ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
সুতা ব্যবসায়ীদের জাতীয় ভিত্তিক সংগঠন বাংলাদেশ ইয়ার্ণ মার্চেন্টস এসোসিয়েশনের দ্বি-বার্ষিক (২০২৫-২০২৭) নির্বাচনে ২৪ জন সম্ভাব্য প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বুধবার মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে ১৬ জন ও এসোসিয়েট গ্রুপ থেকে ৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
জানা গেছে, ২৩ এপ্রিল বুধবার তফসিল অনুযায়ী বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস্ এসোসিয়েশনে'র দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৫-২০২৭) প্রার্থী হবার জন্য মনোনয়নপত্র সংগ্রহের শেষ সময় পর্যন্ত সাধারণ গ্রুপ থেকে এম সোলায়মান, মোস্তফা এমরানুল হক মুন্না, সঞ্জিত রায়, মো. মজিবুর রহমান, তাজুল ইসলাম টুটুল, সিরাজুল হক হাওলাদার সিরাজ, মো. আকবর হোসেন, মো. আকরাম, গৌতম সাহা, মো. তাইজ উদ্দিন আহমেদ, মো. জোবায়ের আলম ঝলক, মো. সাইদুর রহমান, আব্দুল্লাহ্ আল হোসেন বাপ্পি, মাজহারুল ইসলাম, মো. মাহমুদুল হোসেন লিংকন ও মো. বিল্লাল হোসেন এবং এসোসিয়েট গ্রুপ থেকে মোহাম্মদ মুসা, মো. মজিবুর রহমান, মো. মাহফুজুর রহমান খান মাহফুজ, মো. জাহিদ হোসেন, জীবন সাহা, মো. ফয়সাল আহম্মদ দোলন, মো. কামরুল হাসান ও মো. খায়রুল কবীর মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ গ্রুপ থেকে ১৫ জন এবং এসোসিয়েট গ্রুপ থেকে ৬ জন ইসি সদস্য নির্বাচিত হবেন। ২৬ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে।
নির্বাচন বোর্ডে চেয়ারম্যান পদে দায়িত্বে আছেন প্রবীর কুমার সাহা, সদস্য পদে মো. হাবিব ইব্রাহিম সদস্য এবং ব্যারিস্টার মেহেদী হাসান। নির্বাচন আপিল বোর্ডে চেয়ারম্যান পদে মুহাম্মদ আইউব, সদস্য পদে মো. নিছারউদ্দিন কামাল এবং মো. মকবুল হোসেন হিসাবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য যে, গত ৪ মার্চ নির্বাচন বোর্ড কর্তৃক দ্বি-বার্ষিক নির্বাচন এর তফসিল ঘোষণা করা হয়। ৫ এপ্রিল প্রাথমিক ভোটার তালিকা এবং ১৫ এপ্রিল তারিখে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
তফসিল অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম সম্পাদন এবং আগামী ২৪ মে কার্যকরী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।