খেজুর গাছিদের প্রকল্পের আওতায় আনার সুপারিশ
Published: 24th, April 2025 GMT
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পে গাছিদের অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান।
বৃহস্পতিবার সমাজসেবা অধিদপ্তরের পদ্মা মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ সুপারিশ করেন।
মহাপরিচালক মো. সাইদুর রহমান খান বলেন, যেমন ধরুন, নারিকেল গাছ যদি পরিষ্কার করা না হয় তাহলে সেই গাছে নারিকেল ধরবে না। ঠিক একইভাবে খেজুর গাছ কাটার জন্য গাছিরা বাড়িতে বাড়িতে গিয়ে খেজুর গাছ পরিষ্কার করা বা গাছ ঝুড়াবেন কি না বলে আহ্বান করেন। তাদেরকে এই জায়গা থেকে বের করে এনে একটি প্রকল্পের মাধ্যমে তাদের জীবনযাত্রার মানোন্নয়নের আহ্বান জানান।
সেমিনারে বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (ফেজ-২) প্রান্তিক জনগোষ্ঠী বলতে বুঝিয়েছে যারা বংশগতভাবে বিভিন্ন আদি পেশা যেমন; কামার, কুমার, নাপিত, কাঁসা, পিতল, বাঁশ-বেত পণ্য , জুতা মেরামত, বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজ যন্ত্র, শীতলপাটি-শতরঞ্জি তৈরি সহ এ ধরনের সনাতন পেশার সঙ্গে যুক্ত। এই প্রকল্পটি ২০১৭ সাল থেকে বাস্তবায়ন হয়ে আসছে। প্রথম পর্যায়ে সাতাশটি জেলায় ১১৭টি উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
ওই প্রান্তিকে ২৬ হাজার ৩৪৩ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে ১৫০টি উপজেলায় ১২ হাজার জনকে ১০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
প্রশিক্ষণ শেষে এককালীন ১৮ হাজার নগদ টাকা সহায়তা দেওয়া হবে বলে সেমিনারে জানানো হয়।
সেমিনারে অন্যদের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো.
উৎস: Samakal
কীওয়ার্ড: প রকল প
এছাড়াও পড়ুন:
মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা
রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ ছাত্রনেতা মাইক্রোবাসে ছিলেন। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন।
বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি জেলার গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সদস্য সচিব মো. রহমতুল্লাহ জানান, যে পাঁচজন গাড়িটিতে ছিলেন, তারা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। সবার বাড়ি গোদাগাড়ী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেতে তারা ফরম নিয়ে গোদাগাড়ী থেকে ঢাকায় যাচ্ছিলেন।
আরো পড়ুন:
বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
কৃষি জমিতে ‘বোমা বিস্ফোণ’, কৃষক আহত
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণ হলেই সবাই গাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর আগেই গাড়িটি পুড়ে যায়।
ঢাকা/কেয়া/বকুল