চারিত্রিক স্খলন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) রাতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল সাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।

চিঠিতে বলা হয়েছে, চারিত্রিক স্খলন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় সুবর্ণচর উপজেলা বিএনপির সহ-সভাপতি কাজী আলমগীরকে দলের প্রাথমিক সদস্য ও সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি কাজী আলমগীর ফেসবুক স্টোরিতে নিজের অশ্লীল একটি ভিডিও পোস্ট করেন। যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি উপজেলা বিএনপির নেতাকর্মীদের দৃষ্টিগোচর হলে তাকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে জানতে কাজী আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘‘আমার ভুল হয়েছে। আমি ফেসবুক চালাতে জানি না। প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’’

সুবর্ণচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত উল্যাহ বাবুল বলেন, ‘‘চারিত্রিক স্খলন ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় উপজেলা বিএনপির সভাপতি এ বি এম জাকারিয়ার নির্দেশনায় কাজী আলমগীরকে বহিষ্কার করা হয়েছে।’’

ঢাকা/সুজন/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ র স আলমগ র উপজ ল

এছাড়াও পড়ুন:

ক্রাউন সিমেন্টের পরিচালকদের ২ কোটি শেয়ার হস্তান্তর, পেয়েছেন যারা

পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত কোম্পানি ক্রাউন সিমেন্ট পিএলসির চারজন উদ্যোক্তা পরিচালক তাদের স্ত্রী ও ছেলে-মেয়েদের কাছে প্রায় ২ কোটি শেয়ার হস্তান্তর করেছেন। ওই শেয়ারগুলো তারা ঘোষণা ছাড়াই বিক্রি করতে পারবেন।

বুধবার (২৩ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

ক্রাউন সিমেন্ট পিএলসির উদ্যোক্তা পরিচালকরা হলেন- মিজানুর রহমান মোল্লা, আলমগীর কবি, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও মোল্লা মোহাম্মদ মজনু।

আরো পড়ুন:

হামি ইন্ডাস্ট্রিজের চার বছরের আর্থিক হিসাব তদন্তে কমিটি

অংশীজনদের সঙ্গে মতবিনিময়
পুঁজিবাজারের সমস্যা সমাধানে অ্যাকশন প্ল্যান দেওয়ার নির্দেশ

পরিচালক মিজানুর রহমান মোল্লা তার স্ত্রী আনোয়ারা রহমানকে ৩০ লাখ ও মেয়ে মুসসারাত মেহেজাবিনকে ৩০ লাখ শেয়ার দিয়েছেন। তিনি দুজনকে দিয়েছেন মোট ৬০ লাখ শেয়ার।

পরিচালক আলমগীর কবির পরিচালক তার ছেলে সোলায়মান কবিরকে ২৯ লাখ ৭০ হাজার শেয়ার, স্ত্রী কামরুন নাহারকে ১৫ লাখ, মেয়ে রায়সা কবিরকে ৫ লাখ, ছেলে রায়হানুল কবিরকে ৫ লাখ ও মেয়ে নুসাইবাহ কবিরকে ৫ লাখ শেয়ার দিয়েছেন। তিনি মোট ৫৯ লাখ ৭০ হাজার শেয়ার দিয়েছেন।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম- এই পরিচালক তার স্ত্রী মাসুমা বেগমকে ১৫ লাখ, মেয়ে সাদমান সায়কা সেফাকে ১৫ লাখ, ছেলে সালেহিন মুশফিককে ১৫ লাখ শেয়ার দিয়েছেন। তিনি দিয়েছেন মোট ৪৫ লাখ শেয়ার।

মোল্লা মোহাম্মদ মজনু পরিচালক হিসেবে তার ছেলে আতিক মুর্শেদকে ৩০ লাখ শেয়ার দিয়েছেন।

কোম্পানিটির এই চারজন পরিচালক মোট ১ কোটি ৯৪ লাখ ৭০ হাজার শেয়ার হস্তান্তর করেছেন।

ঢাকা/এনটি/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • পূর্ণিমার ‘অন্য রকম আমি’ আর রোমানার ‘টিউলিপ মুহূর্ত’
  • ক্রাউন সিমেন্টের পরিচালকদের ২ কোটি শেয়ার হস্তান্তর, পেয়েছেন যারা