বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত
Published: 24th, April 2025 GMT
ব্যর্থতার গ্লানি দূর করে রুপালি জগতে ভালো সময় পার করছেন বলিউড অভিনেতা সানি দেওল। ‘গদর টু’ সিনেমার মাধ্যমে বক্স অফিস ব্যর্থতার দায় মোচন করেছেন এই অভিনেতা। গত ১০ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘জাট’।
গোপীচাঁদ মালিনেনি নির্মিত ‘জাট’ সিনেমার ট্রেইলার মুক্তির পরই প্রশংসা কুড়ায়। ভারতের সাড়ে পাঁচ হাজার পর্দায় প্রদর্শিত হয়েছে এটি। মুক্তির পর দর্শক-সমালোচকদেরও প্রশংসা পাচ্ছে। বলিউড হাঙ্গামা জানিয়েছে, পয়সা উসুল হওয়ার মতো সিনেমা এটি। পাঁচে রেটিং দিয়েছে সাড়ে তিন। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে বিতর্কে জড়ালেও বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
স্যাকনিল্কের তথ্য অনুসারে, মুক্তির প্রথম দিনে ‘জাট’ সিনেমা আয় করে ৯.
আরো পড়ুন:
অভিনেতার মরদেহ উদ্ধার
অক্ষয়ের নতুন সিনেমার কী হালচাল?
১০০ কোটি রুপি বাজেটের সিনেমা ‘জাট’। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, এ সিনেমার জন্য সানি দেওল নিয়েছেন ৫০ কোটি রুপি পারিশ্রমিক। এর আগে তিনি ‘গদর টু’ সিনেমার জন্য পেয়েছিলেন মাত্র ৮ কোটি রুপি। অর্থাৎ মাত্র দুই বছরের ব্যবধানে ছয় গুণের বেশি পারিশ্রমিক বাড়িয়েছেন সানি দেওল।
অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় সানি ছাড়াও অভিনয় করেছেন— রণদীপ হুদা, রেজিনা ক্যাসেন্দ্রা, বীনিত কুমার সিং, সায়েমি খের, জগপতি বাবু, অজয় ঘোষ প্রমুখ।
‘গদর টু’ সিনেমার পর সানি দেওল বক্স অফিসের সাফল্য ধরে রেখেছেন। ‘জাট টু’ নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছেন নির্মাতারা। সিনেমা নিয়েও তার ব্যস্ততা বেড়েছে। বর্তমানে তার হাতে পাঁচটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘লাহোর ১৯৪৭’, ‘বর্ডার টু’, ‘রামায়ণ’, ‘সাফার’, ‘জাট টু’।
ঢাকা/শান্ত
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
উপদেষ্টা হলেন ওমর সানি!
নব্বইয়ের দশকে রুপালি পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি। বর্তমানে চলচ্চিত্রে খুব একটা নিয়মিত না হলেও নানারকম ব্যাবসায়ীক কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করছেন। এবার নতুন আরেকটি পরিচয়ে হাজির হলেন এই অভিনেতা। সম্প্রতি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এর উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
রাইজিংবিডিকে এসব তথ্য নিশ্চিত করে ওমর সানি বলেন, “গোল্ডস্যান্ডস গ্রুপে অ্যাডভাইজার হিসেবে যুক্ত হয়েছি। গুলশানের অফিসে নিয়মিত বসছি। আশা করছি, ভালো কিছু হবে।”
চলচ্চিত্রে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছে থেকেই নতুন দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানান ওমর সানি।
আরো পড়ুন:
বিতর্কিত ‘জাট’: সানির সাফল্য অব্যাহত
রাজনৈতিক দল গঠন করছেন ইলিয়াস কাঞ্চন
ব্যক্তিজীবনে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ঘর বেঁধেছেন। বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজেও সম্পৃক্ত ওমর সানি। তার এই নতুন যাত্রা ভক্তদের মাঝে নতুন আগ্রহ ও কৌতূহল তৈরি করেছে।
গোল্ডস্যান্ডস গ্রুপ একটি বহুমুখী ব্যবসায়ীক প্রতিষ্ঠান, যারা রিয়েল এস্টেট, নির্মাণ, ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে কাজ করছে। ওমর সানি যুক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি নতুন দৃষ্টিকোণ থেকে এগিয়ে যেতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ওমর সানি ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’ এবং ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন।
ঢাকা/রাহাত/শান্ত