এল ক্লাসিকোর ফাইনালের আগে দুঃসংবাদ রিয়ালের
Published: 24th, April 2025 GMT
কোপা দেল রে ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে শিরোপা লড়াইয়ের এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলো লস ব্লাঙ্কোসরা। ইনজুরির কারণে শিরোপা নির্ধারণী ম্যাচে পাওয়া যাবে না দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার এদুয়ার্দো কামাভিঙ্গা ও ডেভিড আলাবাকে।
গতকাল রাতে গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেলেও ম্যাচটি হতাশা ছড়িয়েছে রিয়াল শিবিরে। ম্যাচ চলাকালেই চোট পান কামাভিঙ্গা ও আলাবা। শীর্ষ প্রতিপক্ষের বিপক্ষে এমন দুইজনকে হারানো নিঃসন্দেহে বড় আঘাত।
ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি জানান, চোট গুরুতর কি না, তা নির্ভর করছে পরবর্তী পরীক্ষার ফলাফলের ওপর। তবে তিনি ধারণা করছেন, দুজনেই মাংসপেশির চোটে ভুগছেন। আনচেলত্তির ভাষায়, ‘আগামীকাল সব পরিষ্কার হবে। তবে শনিবার মাঠে নামাটা তাদের জন্য খুব কঠিন।’
রিয়ালের একাদশের হয়ে মাঠে নামা আলাবাকে ৪৫ মিনিটে মাঠ থেকে তুলে নেন আনচেলত্তি। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পেয়েছেন এই অস্ট্রিয়ান সেন্টারব্যাক। তার বদলি হিসেবে নামা কামাভিঙ্গা ৮৫ মিনিটে হেতাফে মিডফিল্ডার লুইস মিলার চ্যালেঞ্জের সামনে পড়ে কুঁচকিতে চোট পান। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, কামাভিঙ্গা মাঠ ছেড়ে যেতে না চাইলেও ব্যথার কাছে হার মেনে বাধ্য হয়েই তাঁকে মাঠের বাইরে যেতে হয়। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ আর না থাকায় কামাভিঙ্গা উঠে যাওয়ার পর ১০ জন নিয়ে খেলেছে রিয়াল।
চলতি মৌসুমে এর আগে লা লিগায় বার্সেলোনার বিপক্ষে দুটি ম্যাচেই হার মানতে হয়েছিল রিয়াল মাদ্রিদকে। এমন অবস্থায় শিরোপার মঞ্চে নামার আগে দুই মূল খেলোয়াড়কে হারানো তাদের জন্য বাড়তি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
শেখ তন্ময়সহ চার জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির অভিযোগ থাকায় বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়, খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাউদ্দিন, তার ভাই শেখ সোহেল ও শেখ জালাল উদ্দিন রুবেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ। দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দুদকের পক্ষে সংস্থাটির উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, বিগত সরকারের সাবেক মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অকল্পনীয় অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন আছে। অভিযোগ-সংশ্লিষ্ট এই ব্যক্তিরা তাদের নামে অবৈধভাবে অর্জিত সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হওয়ার আশঙ্কা আছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া একান্ত প্রয়োজন।
ঢাকা/এম/রফিক