কাশ্মীর রেজিস্ট্যান্স-কালো সোনা-জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট কী, জেনে নিন বিস্তারিত
Published: 24th, April 2025 GMT
১.
একবিংশ শতাব্দীর প্রথম স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে কোন দেশ?
ক. সার্বিয়া
খ. তিমুর-লেস্তে
গ. মন্টেনিগ্রো
ঘ. কসোভো
উত্তর: খ. তিমুর–লেস্তে
২.
দেশের সব নদ–নদীকে ব্যক্তি-আইনি সত্তা/জীবন্ত সত্তা হিসেবে ঘোষণা করে মহামান্য হাইকোর্ট আদেশ জারি করে কত সালে?
ক. ২০১৯ সালে
খ. ২০১৭ সালে
গ. ২০১৩ সালে
ঘ. ২০২১ সালে
উত্তর: ক.
৩.
ভারত–নিয়ন্ত্রিত কাশ্মিরের পেহেলগামে হামলার দায় স্বীকারকারী সংগঠন—
ক. তেহরিক–ই–জিহাদ
খ. কাশ্মীর জিহাদ ফোর্স
গ. কাশ্মীর রেজিস্ট্যান্স
ঘ. লস্কর–ই–জাংভি
উত্তর: গ. কাশ্মীর রেজিস্ট্যান্স
৪.
বিশ্বে প্রথমবারের মতো সরাসরি আইন প্রণয়নের প্রক্রিয়ায় এআইকে (AI) সম্পৃক্ত করার উদ্যোগ নিয়েছে কোন দেশ?
ক. যুক্তরাষ্ট্র
খ. চীন
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. সিঙ্গাপুর
উত্তর: গ. সংযুক্ত আরব আমিরাত
আরও পড়ুন৪৬তম বিসিএসে লিখিত পরীক্ষার শেষ সময়ের প্রস্তুতির জন্য যা যা করণীয়২০ এপ্রিল ২০২৫৫.
শ্রম সংস্কার কমিশনের প্রধান—
ক. কামাল আহমেদ
খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ
গ. আবদুল মুয়ীদ চৌধুরী
ঘ. ড. বদিউল আলম মজুমদার
উত্তর: খ. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ
৬.
এ বছর বাংলাদেশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদ্যাপন করা হয়—
ক. ২২ এপ্রিল
খ. ৪ এপ্রিল
গ. ১৫ মার্চ
ঘ. ১২ এপ্রিল
উত্তর: ক. ২২ এপ্রিল (সাধারণত প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়।)
৭.
বাংলাদেশের মহান বিজয় দিবস ২০২৪ উদ্যাপনে একমাত্র বিদেশি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ক. ব্রেন্ট নেইম্যান
খ. ফার্ডিনান্ড মার্কোস
গ. নামগিয়েল ওয়াংচুক
ঘ. হোসে রামোস-হোর্তা
উত্তর: ঘ. হোসে রামোস-হোর্তা (তিমুর-লেস্তের প্রেসিডেন্ট)
৮.
ভ্যাটিকান সিটি ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়—
ক. ২০১৫ সালে
খ. ২০১২ সালে
গ. ২০১৭ সালে
ঘ. ২০০২ সালে
উত্তর: ক. ২০১৫ সালে
আরও পড়ুনবিমান বাংলাদেশ এয়ারলাইনসে বিশাল নিয়োগ, পদ ৬৬২২৩ এপ্রিল ২০২৫৯.
বাংলাদেশের কৃষিক্ষেত্রে ‘কালো সোনা’ হিসেবে পরিচিতি লাভ করেছে—
ক. কালোজিরা
খ. চা পাতা
গ. পেঁয়াজবীজ
ঘ. পাটবীজ
উত্তর: গ. পেঁয়াজবীজ
১০. পোপ ফ্রান্সিস জন্মসূত্রে কোন দেশের নাগরিক?
ক. ইতালি
খ. আর্জেন্টিনা
গ. স্পেন
ঘ. মেক্সিকো
উত্তর: খ. আর্জেন্টিনা (তিনি দক্ষিণ আমেরিকার কোনো দেশ থেকে আসা প্রথম পোপ।)
১১.
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্যদের শপথ পাঠ করান—
ক. রাষ্ট্রপতি
খ. প্রধান বিচারপতি
গ. প্রধানমন্ত্রী
ঘ. অ্যার্টনি জেনারেল
উত্তর: খ. প্রধান বিচারপতি
১২.
‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট পরিবহন প্রকল্প’ কোন দুটি দেশের মধ্যে বাস্তবায়িত হচ্ছে?
ক. চীন, মিয়ানমার
খ. চীন, নেপাল
গ. ভারত, মিয়ানমার
ঘ. থাইল্যান্ড, কম্বোডিয়া
উত্তর: গ. ভারত, মিয়ানমার
আরও পড়ুনসরকারি ব্যাংকে ষষ্ঠ-নবম-দশম গ্রেডে বড় নিয়োগ, পদ ৬০৮টি৩ ঘণ্টা আগে১৩.
সম্প্রতি ইউরোপের কোন দেশ জলবায়ুবান্ধব অ্যাপার্টমেন্ট চালু করেছে?
ক. সুইজারল্যান্ড
খ. ডেনমার্ক
গ. জার্মানি
ঘ. স্পেন
উত্তর: ক. সুইজারল্যান্ড
১৪.
বাংলাদেশ ক্লিন এয়ার প্রজেক্টে আর্থিক সহায়তা প্রদানকারী সংস্থা—
ক. এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক
খ. বিশ্বব্যাংক
গ. আইএমএফ
ঘ. ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম
উত্তর: খ. বিশ্বব্যাংক
১৫.
বিখ্যাত ‘ওয়াটার লু’ যুদ্ধক্ষেত্র কোন দেশে অবস্থিত?
ক. ফ্রান্স
খ. রাশিয়া
গ. জার্মানি
ঘ. বেলজিয়াম
উত্তর : ঘ. বেলজিয়াম
১৬.
শিশুমৃত্যুর হারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান—
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তর: গ. ৩য়
১৭.
রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা দিয়েছেন—
ক. কিয়ার স্টারমার
খ. উরসুলা ভন ডার লেন
গ. এমানুয়েল মাখোঁ
ঘ. ওলাফ শলৎজ
উত্তর: ক. কিয়ার স্টারমার
আরও পড়ুনমাদ্রাসা ও কারিগরির শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারীরা পাবেন অনুদান, করুন আবেদন১ ঘণ্টা আগে১৮.
বিরল খনিজ মজুতের পরিমাণ হিসেবে বিশ্বের শীর্ষ দেশ—
ক. ইউক্রেন
খ. গ্রিনল্যান্ড
গ. চীন
ঘ. রাশিয়া
উত্তর: গ. চীন
১৯.
বাংলাদেশ সফরকারী জাতিসংঘের প্রথম মহাসচিব—
ক. বান কি মুন
খ. কফি আনান
গ. উ থান্ট
ঘ. কুর্ট ওয়াল্ডহেইম
উত্তর: ঘ. কুর্ট ওয়াল্ডহেইম
২০.
সম্প্রতি কোন ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে?
ক. পর্তুগাল
খ. ডেনমার্ক
গ. ফ্রান্স
ঘ. নেদারল্যান্ডস
উত্তর: গ. ফ্রান্স
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
৬ পুলিশ কর্মকর্তাসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন
২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ শাহাব উদ্দিন পাটোয়ারী (২৫) নামে এক ছাত্রশিবির নেতাকে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গুলি করে হত্যার ঘটনায় আদালতে মামলার আবেদন করা হয়েছে। আজ মঙ্গলবার কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে মামলার আবেদন করেন নিহত শাহাব উদ্দিনের বাবা। ঘটনার সময় শাহাব উদ্দিন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের হিসাববিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
শাহাব চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম চান্দিশকরা গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন পাটোয়ারী ছেলে।
মামলায় চৌদ্দগ্রাম থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী, পরিদর্শক (তদন্ত) আবদুল্লাহ আল মাহফুজ, এসআই নুরুজ্জামান হাওলাদার ও এসআই ইব্রাহিমসহ ১২ জন পুলিশ কর্মকর্তা, কনস্টেবল, গাড়িচালক ও আনসার সদস্যকে বিবাদী করা হয়েছে। আদালত মামলার তদন্তের আদেশের জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী মো. শাহ জাহান।
মামলায় অভিযোগ করা হয়েছে, শাহাব উদ্দিন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় প্রশাসনের সহায়তায় তাকে হত্যার পরিকল্পনা করা হয়। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি বিকেলে চৌদ্দগ্রাম থানা-পুলিশ শাহাব উদ্দিনকে পৌর এলাকার পশ্চিম চান্দিশকরা বাড়ি থেকে একটি মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে মাথায় গুলি চালিয়ে হত্যা করে। রাতে পরিবারের লোকজন থানায় গিয়ে তার সন্ধান পায়নি। পর দিন সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তার মরদেহ শনাক্ত করে পরিবার।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, চৌদ্দগ্রামের তৎকালীন এমপি মুজিবুল হক, পৌর মেয়র মিজানুর রহমান, র্যাবের তৎকালীন মহাপরিচালক বেনজির আহমেদ ও তৎকালীন পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর হুকুমে অন্যান্য আসামিরা প্রত্যক্ষ সহায়তায় পুলিশ শাহাব উদ্দিনকে গুলি চালিয়ে হত্যা করে।
মামলার বাদী জয়নাল আবেদীন পাটোয়ারী বলেন, ‘এতো দিন ভয় ও ন্যায় বিচার না পাওয়ার আশঙ্কায় মামলা করিনি। এখন অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে ন্যায় বিচার পাব। সেই ভরসা থেকে মামলা করেছি। আমার ছেলে কোনো অপরাধ করে থাকলে তাকে কারাগারে রেখে বিচার করা যেত। তাকে মাথায় গুলি করে হত্যার পর চৌদ্দগ্রামের শামুকসার নাভানা প্রকল্পের সামনে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে বলে পুলিশ টিভি ও পত্রিকায় প্রচার করে। এছাড়াও ঘটনা ভিন্ন দিকে নিতে আমার ছেলের বিরুদ্ধে উল্টো অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা দেয় পুলিশ।’
বাদীর আইনজীবী মো. শাহ জাহান সমকালকে বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ছাত্রশিবির করার অপরাধে ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হয়। কিন্তু একজন নিরপরাধ ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার নির্দেশ ওই দিন কারা দিয়েছিল অভিযোগের তদন্ত হলে আরও অনেক পুলিশের শীর্ষ কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগ দলীয় রাজনৈতিক নেতার নাম বের হবে। আশা করি বুধবার আদালত মামলার এফআইআর ও তদন্তের নির্দেশনা দেবেন।’