লা লিগার চলতি মৌসুমে আর একবার হোঁচট খেলেই শিরোপার দৌড় থেকে ছিটকে পড়তে পারত রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার সঙ্গে ব্যবধান ছিল ৭ পয়েন্ট, হাতে ছিল মাত্র ছয় ম্যাচ। এমন কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে গেটাফের মাঠে কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। তরুণ তারকা আর্দা গুলারের একমাত্র গোলেই এসেছে গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্ট।

গেটাফের মাঠে ম্যাচের শুরুতেই চাপে পড়ে রিয়াল। দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ তৈরি করেছিল স্বাগতিকরা। লুইস মিলার নেওয়া শট রুখে দেন থিবো কোর্তোয়া। এরপর ১৮ মিনিটে রিয়ালের বড় সুযোগ তৈরি হয়। ডানপ্রান্ত থেকে বল পেয়ে বাঁদিকে ফ্রান গার্সিয়ার কাছে পাঠান ভিনিসিউস জুনিয়র। গার্সিয়ার শট ফিরিয়ে দেন গেটাফের গোলরক্ষক।

তিন মিনিট পর আবারও গেটাফে রক্ষণে চাপ তৈরি করে রিয়াল। ডি বক্সে কিছুটা ভিড়ের পর বল চলে আসে আর্দা গুলারের পায়ে। ডি বক্সের বাইরে থেকে একজনকে কাটিয়ে বাঁকানো শটে দুর্দান্তভাবে বল জালে পাঠান তুর্কি মিডফিল্ডার। এই একমাত্র গোলেই রিয়াল নিশ্চিত করে গুরুত্বপূর্ণ জয়।

টানা তৃতীয় ম্যাচে ১-০ ব্যবধানে জয় পেল আনচেলত্তির দল। এর ফলে ৩৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ দাঁড়াল ৭২ পয়েন্টে। বার্সেলোনা (৭৬) রয়েছে শীর্ষে। তবে ব্যবধান নেমে এসেছে মাত্র ৪ পয়েন্টে। এখন বার্সার সামান্য হোঁচটও শিরোপা লড়াই জমিয়ে তুলতে পারে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাইক্রোবাসে বিস্ফোরণ, অল্পের জন্য বেঁচে গেলেন ৫ ছাত্রনেতা

রাজশাহীতে সিলিন্ডার বিস্ফোরণের কারণে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ ছাত্রনেতা মাইক্রোবাসে ছিলেন। অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কাজীহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসটি জেলার গোদাগাড়ী থেকে ঢাকার উদ্দেশে রওনা করেছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলার সদস্য সচিব মো. রহমতুল্লাহ জানান, যে পাঁচজন গাড়িটিতে ছিলেন, তারা জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েছিলেন। সবার বাড়ি গোদাগাড়ী। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা পেতে তারা ফরম নিয়ে গোদাগাড়ী থেকে ঢাকায় যাচ্ছিলেন।

আরো পড়ুন:

বিএনপি নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

কৃষি জমিতে ‘বোমা বিস্ফোণ’, কৃষক আহত

নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, সিলিন্ডার বিস্ফোরণ হলেই সবাই গাড়ি থেকে বেরিয়ে যান। এ সময় মুহূর্তের মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভান। এর আগেই গাড়িটি পুড়ে যায়।

ঢাকা/কেয়া/বকুল 

সম্পর্কিত নিবন্ধ