শিক্ষার্থীদের ৫৮ ঘণ্টা আমরণ অনশনের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য ও উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার।

বুধবার (২৩ এপ্রিল) রাত ১টার দিকে এক দফা দাবিতে অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য (ইউজিসি) অধ্যাপক তানজীমউদ্দিন খান।

অনশন ভাঙানোর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো একটি বার্তা শিক্ষার্থীদের পড়ে শোনান তিনি। 

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক ঘটনাবলির পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে। অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ দেওয়া হবে।

এতে আরো উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।

ঢাকা/নুরুজ্জামান/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উপ চ র য

এছাড়াও পড়ুন:

কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে কুয়েট উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনশনে বসেন সাধারণ শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আরিফুল ইসলাম বলেন, "কুয়েটের ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা অনশন করছেন। আমরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছি।"

বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ বলেন, "কুয়েটের ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।"

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার বলেন, "আমাদের একযোগে অনশনে বসা কুয়েট ভিসির জন্য একটা ম্যাসেজ। অধিকাংশ শিক্ষার্থী নয়, সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা কুয়েট শিক্ষার্থীদের পাশে আছেন। যতক্ষণ পর্যন্ত কুয়েটের ভিসি পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাবো।"

ঢাকা/ফাহিম/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা  
  • কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির সিদ্ধান্ত
  • কুয়েট উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতি দেওয়া হবে
  • কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতীকী অনশন
  • উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েটে কাফিন মিছিল
  • ‘মার্চ ফর কুয়েট’ এর হুশিয়ারি বিপ্লবী ছাত্র পরিষদের
  • কুয়েটে ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
  • ‘কুয়েট উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চলবে’
  • কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন