কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যুকে কেন্দ্র করে ভারতজুড়ে প্রায় সব রাজনৈতিক দলের নেতারা আরও জাতীয়তাবাদী ও শক্তিশালী নিরাপত্তাব্যবস্থার দাবি তুলেছেন। এর মধ্যে খানিকটা স্রোতের বিপরীতে হাঁটলেন পশ্চিমবঙ্গ সিপিআইএমের (কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া-মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম। তিনি সাধারণ মানুষকে সাবধান করেছেন, যাতে এই ঘটনাকে কাজে লাগিয়ে কোনো পক্ষ সাম্প্রদায়িক উসকানি ও বিভাজন বাড়াতে না পারে। কাশ্মীরের ঘটনাকে কেন্দ্র করে ভারতে অনেকটা জাতীয়তাবাদের সুনামি তৈরির মধ্যে তাঁর এই মন্তব্যকে ভালোভাবে দেখেননি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। মহম্মদ সেলিমের তীব্র সমালোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, বিশেষত ফেসবুকে।

বুধবার দুপুরে সিপিআইএমের প্রচার বিভাগ ফেসবুকে রাজ্য সম্পাদকের একটি ছবি দিয়ে তাঁর একটি মন্তব্য প্রকাশ করে। সেখানে মহম্মদ সেলিম বলছেন, ‘কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল করে বিজেপি সরকার যে পদক্ষেপ নিয়েছিল, তাতে সন্ত্রাসবাদকে আরও উসকে দেওয়া হয়েছে। এখন পর্যটকদের ওপর এই হামলা ঘিরে সারা দেশে সাম্প্রদায়িক উসকানি ছড়ানো ও বিভাজনের চেষ্টা হবে। অমরনাথ যাত্রার প্রাক্কালে হামলা বলে দেখিয়ে নির্দিষ্ট সম্প্রদায়ের ওপরে হামলা বলে প্রচার করা হবে। আমরা কাশ্মীরের ঘটনার তীব্র নিন্দা করছি এবং কোনোরকম সাম্প্রদায়িক উসকানিতে সাড়া না দেওয়ার আবেদন করছি।’

সিপিআইএমের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ পলিটব্যুরোও একটি বিবৃতি প্রকাশ করেছে, কিন্তু এখানেও তারা এই ধরনের ‘সাহসী’ মন্তব্য করেনি বলে মনে করছেন সিপিআইএম দলের সদস্যদের একাংশ। বিবৃতিতে ভুক্তভোগীদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে পলিটব্যুরো বলেছে, ‘এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ ও নিরাপত্তা বাহিনী কেন্দ্রীয় সরকারের অধীনে। এই নৃশংস হামলার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে কেন্দ্রীয় সরকারকে সর্বতোভাবে চেষ্টা করতে হবে। অপরাধকারীরা জাতির ও কাশ্মীরের জনগণের শত্রু। জনাকীর্ণ পর্যটন স্থানগুলোতে নিরাপত্তার অভাবসহ হামলার সমস্ত বিষয় নিয়ে তদন্ত চালানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। চরমপন্থী মৌলবাদী শক্তির বিরুদ্ধে এই ট্র্যাজেডির মুহূর্তে সিপিআই-মার্ক্সবাদী ভারতের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধ।’

অর্থাৎ যে কথা মহম্মদ সেলিম বলেছেন, এই ঘটনার জেরে ভারতে আগামী দিনে সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতি বাড়ার আশঙ্কা রয়েছে, সেই ধরনের কোনো মন্তব্য করেনি দলের শীর্ষ পর্ষদ।

মহম্মদ সেলিমের মন্তব্যের জন্য তাঁকে প্রবল আক্রমণ করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। একজন লিখেছেন, ‘সিপিআইএমের আজ এই অবস্থা আপনাদের এই মতামতের জন্যই।’ সিপিআইএমের প্রচার বিভাগের ওই ফেসবকু পোস্টে রাত পর্যন্ত প্রায় দুই হাজার মন্তব্য করা হয়েছে এবং এর প্রায় প্রতিটিই মহম্মদ সেলিমকে আক্রমণ করে। আরেক ব্যক্তি লিখেছেন, ‘সেলিম বিষয়টিকে নিয়ে রাজনীতি করছেন, যা কাম্য নয়।’ ফেসবুকে সিপিআইএমের রাজ্য সম্পাদককে ব্যক্তিগত আক্রমণও করেছেন অনেকে।

তবে সিপিআইএম দলের সদস্যদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের প্রয়োজন ছিল। দক্ষিণ কলকাতার কসবায় সিপিআইএমের স্থানীয় কমিটির সাবেক সদস্য ও বর্তমানে পার্টির সাধারণ সদস্য কৌশিক রায় এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সবচেয়ে বড় সমস্যা বলে আমি যেটা মনে করি সেটা হলো “পপুলিস্ট” চিন্তাভাবনার বিরুদ্ধে গিয়ে পাল্টা ন্যারেটিভ (আখ্যান) আমরা দিতে পারছি না। মানুষ বাম রাজনীতি থেকে সব সময় অন্য কিছু শুনতে চান। অন্য একটা ন্যারেটিভ চান। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা মূলস্রোতের ন্যারেটিভই অনুমোদন করি এবং সেটাই বলি। এই যে রাজ্য সম্পাদক কথাটা বললেন যে, এই ঘটনাকে ব্যবহার করে কিছু সংগঠন সম্প্রদায়িক রাজনীতি করার চেষ্টা করবে, এটা একটা বিকল্প ন্যারেটিভ। কাশ্মীরের ঘটনার ফলে সাম্প্রদায়িক বিভাজন এবং মেরুকরণের রাজনীতি বাড়তে পারে, এটা একটা বাস্তব সত্য এবং বিকল্প ন্যারেটিভও, যেটা এই মুহূর্তে অন্য রাজনৈতিক দল বলছে না। কিন্তু পশ্চিমবঙ্গের অনেক মানুষই সেটা মনে করেন। মূলস্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের কথা বলাটা এই সময় খুব জরুরি।’

রাজ্য সম্পাদকের সঙ্গে সহমত প্রকাশ করে আগামী শুক্রবার (এপ্রিল ২৫) কাশ্মীরের সহিংসতা এবং সম্ভাব্য সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতায় পথে নামবে পশ্চিমবঙ্গ সিপিআইএম।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প আইএম র র জন ত ব ভ জন সরক র সদস য

এছাড়াও পড়ুন:

গুগলের সাবডোমেইন ব্যবহার করে চালানো হচ্ছে ফিশিং হামলা

বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত ই-মেইল সেবার মধ্যে অন্যতম গুগলের জিমেইল। ব্যবহারবান্ধব ইন্টারফেস ও বহুস্তর নিরাপত্তাব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরেই এটি ব্যবহারকারীদের আস্থার জায়গা হয়ে আছে। তবে এতসব সুরক্ষাব্যবস্থার মধ্যেও জিমেইলকে কেন্দ্র করে চালানো হচ্ছে নতুন ধরনের এক ফিশিং হামলা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিক ডট ইথ নামের এক ব্যবহারকারী (ইউজারনেম: @নিকএসডি জনসন) জানান, তিনি গুগলের একটি সাবডোমেইন ব্যবহার করে পরিচালিত ফিশিং হামলার শিকার হয়েছেন। নিক জানান, ১৫ এপ্রিল তাঁর জিমেইল ঠিকানায় একটি ই-মেইল আসে, যা পাঠানো হয় ‘নো-রিপ্লাই@গুগল ডটকম’ ঠিকানা থেকে। ই-মেইলটি ‘ডোমেইনকিজ আইডেন্টিফায়েড মেইল’ বা ডিকেআইএম যাচাইতেও উত্তীর্ণ হয়। সাধারণত ডিকেআইএম যাচাই উত্তীর্ণ ই-মেইলকে বিশ্বাসযোগ্য ও নিরাপদ ধরে নেওয়া হয়। ই-মেইলটিতে দাবি করা হয়, তাঁর গুগল অ্যাকাউন্টের কিছু কনটেন্ট জমা দিতে হবে। সঙ্গে থাকা একটি লিংকে ক্লিক করতে বলা হয়। এ লিংকে ক্লিক করার পর একটি তথাকথিত ‘সাপোর্ট পোর্টাল’ চালু হয়। এ লিংকটি ‘সাইটস ডট গুগল ডটকম’ডোমেইনের।

ওয়েবসাইটটি প্রথম দেখায় গুগলের নিজস্ব সাইট বলে মনে হয়। এমনকি লগইন পেজটিও গুগলের আসল লগইনের মতো হুবহু নকশায় তৈরি করা। এভাবে বিভ্রান্ত করে ব্যবহারকারীর ই-মেইল ও পাসওয়ার্ড সংগ্রহ করে হ্যাকাররা। নিক জানান, গুগলের অবকাঠামোয় দুটি বড় ধরনের দুর্বলতা হামলাটি সফল হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। প্রথমত, যে কেউ ‘সাইটস ডট গুগল ডটকম’-এর মাধ্যমে গুগলের নাম ব্যবহার করে ভুয়া ওয়েবসাইট তৈরি করতে পারে। দ্বিতীয়ত, গুগলের মূল ঠিকানার মতো দেখতে একটি বৈধ ই–মেইল ঠিকানা ব্যবহার করায় ব্যবহারকারীদের পক্ষে বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক।

নিক বিষয়টি গুগলকে জানানোর পাশাপাশি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদনও দাখিল করেছেন। গুগল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট নিরাপত্তা দুর্বলতা নিরসনে কাজ করছে। সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, কোনো ই-মেইলের লিংকে ক্লিক করার আগে যাচাই করে নেওয়া উচিত, সেটি আদৌ গুগলের পক্ষ থেকে পাঠানো কি না।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ

  • গুগলের সাবডোমেইন ব্যবহার করে চালানো হচ্ছে ফিশিং হামলা