বরিশালে র্যাবের অভিযানে কলেজছাত্র নিহতের ঘটনার তদন্ত দাবি রাষ্ট্র সংস্কার আন্দোলনের
Published: 23rd, April 2025 GMT
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় র্যাবের অভিযানের সময় গুলিতে সিয়াম মোল্লা নামের এক কলেজছাত্রের মৃত্যু ও তাঁর ফুফাতো ভাই রাকিব মোল্লার আহত হওয়ার ঘটনার পূর্ণাঙ্গ, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তারা বলছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পুরোনো রাষ্ট্রীয় সহিংসতার ধারাবাহিকতা, যা এখনো থামেনি, বরং আরও কৌশলী হয়ে ফিরে এসেছে।
আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে এ কথা বলা হয়েছে। গত সোমবার বরিশালের আগৈলঝাড়া উপজেলার ওই ঘটনায় র্যাব সদস্যদের দায় নিরূপণ করে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে তারা।
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ধারাবাহিকতা ও রাষ্ট্রীয় মিথ্যাচারের প্রতিবাদ’ শিরোনামে পাঠানো বিজ্ঞপ্তিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন বলেছে, ‘দেশের কোনো কোনো এলাকায় আবারও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি শুরু হয়েছে এবং সেই পুরোনো “ক্রসফায়ার নাটককে” নতুন রঙে সাজিয়ে জনসচেতনতার চোখে ধুলা দেওয়ার চেষ্টা চলছে। সর্বশেষ বরিশালের আগৈলঝাড়ায় র্যাবের কথিত মাদকবিরোধী অভিযানে দুই কিশোরকে গুলিবিদ্ধ করা হয়েছে, যাঁদের একজন সিয়াম মোল্লা মারা গেছেন এবং অপরজন রাকিব এখনো হাসপাতালে আছেন।’
আরও পড়ুনবরিশালে র্যাবের মাদকবিরোধী অভিযানে নিহত কলেজছাত্রের ময়নাতদন্ত হয়নি, মামলার প্রস্তুতি২২ এপ্রিল ২০২৫বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, র্যাব বলছে নিহতের বয়স ২২, আহতের ২৭। অথচ স্থানীয় পর্যায়ের অনুসন্ধানে স্পষ্টভাবে জানা গেছে, সিয়াম ও রাকিব উভয়েই এসএসসি পরীক্ষার্থী বা সদ্য পাস করা কিশোর, বয়স ১৮ বছরের নিচে। অর্থাৎ তারা আইনত শিশু। রাষ্ট্রীয় বাহিনী ইচ্ছাকৃতভাবে এই তথ্য কেন গোপন করছে, সেই প্রশ্ন তৈরি হয়েছে।
আরও পড়ুনবরিশালে র্যাবের মাদকবিরোধী অভিযানে হামলা, গুলিতে তরুণ নিহত২১ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: বর শ ল
এছাড়াও পড়ুন:
অনশন প্রত্যাহার করলেন কুয়েট শিক্ষার্থীরা
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. শরিফুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত নিয়ে সরকার।
এই সিদ্ধান্তের পর বুধবার দিবাগত রাত ১টায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজীম উদ্দিন খান শিক্ষার্থীদের জুস খাইয়ে অনশন ভঙ্গ করান। পরে শিক্ষার্থীরা অনশনস্থল থেকে নিজ নিজ হলে ফিরে যান।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মামুন অর রশিদ জানান, কুয়েটের সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্ভূত সংকট নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে উপাচার্য এবং উপ-উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে। অবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এ দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে। অন্তর্বর্তীকালে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে।
শিক্ষার্থীরা জানান, উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল থেকে তারা ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন। এরপর গত সোমবার থেকে ৩২ জন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি শুরু করেছিলেন।