তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) সক্ষমতা বৃদ্ধিতে সরকার বহুমুখী উদ্যোগ নিয়েছে। আজ বুধবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে বিএফডিসির উদ্যোগে ফোকাস গ্রুপ আলোচনায় উপদেষ্টা এ কথা বলেন।

মাহফুজ আলম বলেন, বিএফডিসির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নেও কাজ করতে হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

দেশে চলচ্চিত্রের বৃহৎ বাজারের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, চলচ্চিত্রশিল্পের এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য বিএফডিসিসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করতে হবে। কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটিকে ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিদের আগ্রহ রয়েছে। তিনি কবিরপুরে অত্যাধুনিক ফিল্ম সিটির নির্মাণকাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

ফোকাস গ্রুপ আলোচনায় অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, শুটিংয়ের জন্য বিএফডিসির বিদ্যমান অবকাঠামোর সংস্কার করতে হবে। তিনি কবিরপুরে নির্মাণাধীন ফিল্ম সিটির সৌন্দর্য বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিভিন্ন সীমাবদ্ধতার মধ্য দিয়ে বিএফডিসি কাজ করছে বলে উল্লেখ করেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান। তিনি বিএফডিসির সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সরকারের সহযোগিতা কামনা করেন।

ফোকাস গ্রুপ আলোচনায় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রগ্রাহকসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ব এফড স র চলচ চ ত র ক জ কর সরক র

এছাড়াও পড়ুন:

গুলেরের গোলায় বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

হেতাফে ০: ১ রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য প্রতিটা ম্যাচই এখন বাঁচা-মরার। ন্যুনতম এক পয়েন্ট হারালেও এলোমেলো হয়ে যেতে পারে সব স্বপ্ন। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমে জয় পেয়েছে রিয়াল। তরুণ তুর্কি আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ের পর তালিকার ২ নম্বরে থাকা রিয়াল পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে এনেছে চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। রিয়াল সেল্তা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মে।

তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।

আরও পড়ুনলিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা১৮ ঘণ্টা আগে

সেই ম্যাচে হার রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকে। আর জিতলে বেঁচে থাকবে আশা। তার আগে অবশ্য সেল্তার বিপক্ষে ম্যাচটাও জিতে নিতে হবে রিয়ালকে।

হেতাফের বিপক্ষে আজ বেশ ঝুঁকি নিয়েই একাদশ সাজান কার্লো আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে কার্ড নিষেধাজ্ঞায় আগে থেকেই ছিলেন না। জুড বেলিংহাম ও রদ্রিগোকেও এদিন বেঞ্চে বসান রিয়াল কোচ। এই তিনজনের বদলে শুরু থেকে খেলেছেন এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।

চেনা স্কোয়াড না হলেও ম্যাচে দাপট ছিল রিয়ালেরই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশি হুমকিতে রাখে তারা। বিপরীতে হেতাফেও ভালোভাবে জবাব দিচ্ছিল রিয়ালকে। তবে সবাইকে চমকে দেন গুলের। তুরস্কের এই তরুণ ২১ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে।

আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫

এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের। তবে কৃতিত্ব দিতে হবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। তাঁর নৈপুণ্যও রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে একাধিকবার। যার ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আনচেলত্তির দল।

সম্পর্কিত নিবন্ধ