ফেনীর ফুলগাজীর এক মাদক কারবারিকে নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ‘দৈনিক ফেনী’ ও ‘ঢাকা পোস্ট’-এর সাংবাদিকসহ কয়েকজনের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) ফুলগাজী আমলী আদালতের বিচারক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা তুজ জোহরার আদালতে মামলাটি করেন ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রহিম উল্ল্যাহ।

আরো পড়ুন: ‘ঢাকা-চিটাগংয়ের সাংবাদিকদেরই গুনি না, আপনি তো ফেনীর!’

আরো পড়ুন:

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক রুবেল গ্রেপ্তার

ইসরায়েলি হামলায় সাংবাদিক নিহতের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মামলার প্রধান আসামি করা হয়েছে দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি তারেক চৌধুরীকে। মামলায় দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভীর নামও উল্লেখ করা হয়েছে, যদিও এজাহারে ভুলবশত ‘আরিফুর রহমান’ লেখা হয়েছে। আরো আসামি করা হয়েছে সাংবাদিক মামুনুর রহমান, জামশেদ আলম অনিক এবং ওমর ফারুককে।

এজাহারে রহিম উল্ল্যাহ দাবি করেন, সাংবাদিকরা তার দোকানে গিয়ে চাঁদা দাবি করেছেন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন। তিনি নিজেকে বিএনপি কর্মী ও নির্বাচিত ইউপি সদস্য বলেও উল্লেখ করেন।

অভিযুক্ত সাংবাদিক ও সম্পাদক এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক তারেক চৌধুরী বলেন, “এটি একটি অনুসন্ধানী প্রতিবেদন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রহিম উল্ল্যাহর বক্তব্য নেওয়া হয় ফোনে। তিনি নিজেই স্বীকার করেন এসব কার্যক্রম তার পেশা। কথোপকথনের সম্পূর্ণ রেকর্ড সংরক্ষিত আছে, কোথাও চাঁদা দাবির বিষয় নেই।”

দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী বলেন, “আমাদের কোনো প্রতিবেদক রহিম উল্ল্যাহর দোকানে যায়নি। তার স্বীকারোক্তিমূলক বক্তব্যসহ অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আদালতের মামলা গ্রহণ দুঃখজনক হলেও দৈনিক ফেনী সত্য প্রকাশে অটল থাকবে।”

গত মঙ্গলবার (২২ এপ্রিল) দৈনিক ফেনীতে ‘সীমান্তে চোরাচালানে সাম্রাজ্যে ইউপি সদস্য, বললেন ব্যবসা করি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। এতে রহিম উল্ল্যাহসহ একাধিক ব্যক্তির সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান ও মানবপাচার সংশ্লিষ্টতার চিত্র উঠে আসে।

ঢাকা/সাহাব/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর অভ য গ

এছাড়াও পড়ুন:

গুলেরের গোলায় বার্সার সঙ্গে শিরোপা লড়াইয়ে থাকল রিয়ালও

হেতাফে ০: ১ রিয়াল মাদ্রিদ

লা লিগার শিরোপা লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জন্য প্রতিটা ম্যাচই এখন বাঁচা-মরার। ন্যুনতম এক পয়েন্ট হারালেও এলোমেলো হয়ে যেতে পারে সব স্বপ্ন। তেমনই এক গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মাঠে নেমে জয় পেয়েছে রিয়াল। তরুণ তুর্কি আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে হেতাফেকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল।

এই জয়ের পর তালিকার ২ নম্বরে থাকা রিয়াল পয়েন্টের ব্যবধানটা সাত থেকে নামিয়ে এনেছে চারে। ৩৩ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট এখন ৭২। সমান ম্যাচে বার্সার পয়েন্ট ৭৬। রিয়াল সেল্তা ভিগোর বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচ খেলবে ৪ মে।

তবে এবারের লিগ শিরোপার লড়াইয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি রিয়াল–বার্সা খেলবে আগামী ১১ মে। এল ক্লাসিকোতে সেদিন একে অপরের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচটিই হয়ে উঠতে পারে লা লিগার শিরোপা নির্ধারক।

আরও পড়ুনলিগ জয় থেকে আর কত ম্যাচ দূরে বার্সেলোনা১৮ ঘণ্টা আগে

সেই ম্যাচে হার রিয়ালকে ছিটকে দিতে পারে শিরোপা লড়াই থেকে। আর জিতলে বেঁচে থাকবে আশা। তার আগে অবশ্য সেল্তার বিপক্ষে ম্যাচটাও জিতে নিতে হবে রিয়ালকে।

হেতাফের বিপক্ষে আজ বেশ ঝুঁকি নিয়েই একাদশ সাজান কার্লো আনচেলত্তি। কিলিয়ান এমবাপ্পে কার্ড নিষেধাজ্ঞায় আগে থেকেই ছিলেন না। জুড বেলিংহাম ও রদ্রিগোকেও এদিন বেঞ্চে বসান রিয়াল কোচ। এই তিনজনের বদলে শুরু থেকে খেলেছেন এনদ্রিক, গুলের ও ব্রাহিম দিয়াজ।

চেনা স্কোয়াড না হলেও ম্যাচে দাপট ছিল রিয়ালেরই। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে বেশি হুমকিতে রাখে তারা। বিপরীতে হেতাফেও ভালোভাবে জবাব দিচ্ছিল রিয়ালকে। তবে সবাইকে চমকে দেন গুলের। তুরস্কের এই তরুণ ২১ মিনিটে দুর্দান্ত এক শটে গোল করে এগিয়ে দেন দলকে।

আরও পড়ুনএল ক্লাসিকোতে রিয়ালের ঘুমপাড়ানি ফুটবল ও ফ্লিকের আরেকটি মাস্টারক্লাস ১৩ জানুয়ারি ২০২৫

এই গোলটাই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে ম্যাচের। তবে কৃতিত্ব দিতে হবে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকেও। তাঁর নৈপুণ্যও রিয়ালকে নিশ্চিত গোলের হাত থেকে বাঁচিয়েছে একাধিকবার। যার ফলে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়তে পেরেছে আনচেলত্তির দল।

সম্পর্কিত নিবন্ধ