শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন, গুমের শিকার তিন শিক্ষার্থীদের ফেরতসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা হিউম্যান রাইটস সোসাইটি।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষ্কর্য চত্বরে আয়োজিত এ মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, সাধারণ শিক্ষার্থী ও মানবাধিকার কর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে একের পর এক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রতি অবিচার ক্রমেই বাড়ছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।

এ সময় তারা কুয়েট থেকে ৩৭ শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যার প্রতিবাদ জানান।

তাদের দাবি, শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসন করতে হবে; গুমের শিকার তিন শিক্ষার্থী ও সাবেক জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতাদের ফেরত দিতে হবে; শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য প্রশাসন ও সরকারের হস্তক্ষেপ প্রয়োজন।

সংগঠনের সদস্য নওশিন নাওয়ার জয়া বলেন, “একটার পর একটা বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটছে। অথচ রাষ্ট্রযন্ত্র নিশ্চুপ। যারা আন্দোলনের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, তারাই আজ বিচার ব্যবস্থাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ফ্যাসিবাদ ব্যক্তি নয়, এটি একটি ধারণা। যারা ফ্যাসিবাদে পরিণত হবে, জনগণ তাদের বিরুদ্ধেই রুখে দাঁড়াবে।”

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও ছেলেদের জন্য কোনো আবাসন নেই। আবাসন ছাড়া একটি শিক্ষার্থীর বিকাশ অসম্ভব। পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের দলমত নির্বিশেষে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ হাজার শিক্ষার্থীর মধ্যে মাত্র ১ হাজার ২৪৮ জন নারী শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে। ছেলেদের জন্য কোনো আবাসন নেই। প্রতিদিন মেসে অমানবিক পরিবেশে থাকতে হচ্ছে। অথচ প্রশাসন শিক্ষার্থীদের চাওয়া উপেক্ষা করে লিফট স্থাপন করছে, যা শিক্ষার্থীদের হৃদয়ে আঘাত করে।”

তিনি আরো বলেন, “আবাসন সংকট নিরসনে প্রশাসনের কার্যকরি কোনো উদ্যোগ নেই। শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন করলেও প্রশাসনের গড়িমসি চলছেই।”

ঢাকা/লিমন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে হাতুড়ি পিটায় গুরুতর আহত বিএনপি নেতার মৃত্যু : লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন

রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকির ফেইসবুক লাইভে এসে বিএনপি নেতা শান্ত সরকারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখমের ঘটনায় ১১দিন চিকিৎসাধীন থাকার পর গত রাতে হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় শান্ত সরকার হত্যার বিচার চেয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে গাজীপুর-মদনপুর বাইপাস সড়কের কালনী এলাকায় লাশ দাফনের আগে আসামীদের গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার সহ জেলা-উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় গ্রামবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের মা কহিনুর বেগম, বাবা জসিম সরকার, চাচা সালাউদ্দিন সরকার, মামা শাহীন সরকার, বিএনপি নেতা বেলায়েত হোসেন আকন্দ, হুমায়ূন কবির মিঠু সহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, দাউদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আসাদ ফকিরের নেতৃত্বে নাঈম ফকির, রানা ফকির, সিয়াম, অলিউল্লাহ, হাবিবুল্লাহ, অনিক ফকির, এনায়েত ফকির, রাজিব, শাহীন সহ একদল সন্ত্রসীরা গত ১১ এপ্রিল বিকেলে ফেইসবুক লাইভে এসে অন্যায় ভাবে হাতুরী দিয়ে পিটিয়ে শান্ত সরকারকে গুরুত্বর জখম করে।

এ ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ১১দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় গত রাতে সে মারা যায়। এ ঘটনায়  ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় শান্ত মারা যাওয়ার আগে  ১২জন আসামী জামিনে বেরিয়ে আসে। তবে, শান্ত নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের ও আসাদ ফকির সহ সকল আসামীদের গ্রেফতার না করা পর্যন্ত শান্তর লাশ দাফন করা হবে না এবং মানববন্ধন সহ নানা কর্মসূচি অব্যাহত থাকার হুশিয়ারি দেন মানববন্ধন ও বিক্ষোভকারীরা। পরে প্রশাসনের আশ্বাসে সকাল ১১টার দিকে নিহত শান্তের লাশ দাফন করা হয়।

এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, থানায় মামলা হয়েছে। তবে, যেহেতু শান্ত মারা গেছে তাই মামলাটিতে হত্যা মামলার ধারা যুক্ত করা হবে এবং আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
 

সম্পর্কিত নিবন্ধ

  • রাসূল (সা.)-কে নিয়ে কটুক্তিকারী ইবি কর্মকর্তার বহিষ্কার দাবি
  • ফটো জার্নালিস্টদের জন্য বরাদ্দ ভবনের একাংশ অবৈধ দখলের প্রতিবাদ
  • জাবিতে অবিলম্বে নির্মাণ কাজ শুরুর দাবি
  • বোয়ালমারীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন
  • কৃষিবিদদের বৈষম্য নিরসনের দাবি রাবি শিক্ষার্থীদের
  • পুঁজিবাজারে শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার আহ্বান ডিবিএর
  • কৃষিবিদদের প্রতি বৈষম্য নিরসনের দাবি গোবিপ্রবি শিক্ষার্থীদের
  • গ্রাফিতি মুছে বিএনপি নেতাদের নাম, প্রতিবাদ করায় হামলার অভিযোগ
  • রূপগঞ্জে হাতুড়ি পিটায় গুরুতর আহত বিএনপি নেতার মৃত্যু : লাশ নিয়ে বিক্ষোভ, মানববন্ধন