গৃহকর্মী সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি
Published: 23rd, April 2025 GMT
দিনরাত খেটেও সপ্তাহে একদিনের ছুটি পান না গৃহকর্মীরা। তাদের কাজের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই, নেই সুনির্দিষ্ট মজুরিও। এমনকি শ্রমিকের পরিচয় থেকেও বঞ্চিত তারা। বাসাবাড়িতে কাজ করতে গিয়ে নিজের নামও হারিয়ে ফেলেন গৃহকর্মীরা। তাই অধিকার আদায়ে গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়নের দাবি উঠেছে বরিশালে।
আজ বুধবার উন্নয়ন সংগঠন আভাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানান গৃহকর্মীরা। সেখানে উপস্থিত গৃহকর্মী মনিরা আক্তার ও পুতুল বলেন, তারা গৃহকর্মী হিসেবে কাজ করেও সাপ্তাহিক ছুটি পান না। অসুস্থাতার জন্য কাজে যেতে না পারলে নানা কৈফিয়ত দিতে হয়। একজন গৃহকর্মী মাসে সর্বোচ্চ আয় করতে পারেন ৮ হাজার টাকার মতো। এই আয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সংসার চলে না। তাদের মাসিক মজুরি অন্ততপক্ষে ১৫-২০ হাজার টাকা নির্ধারণের দাবি করেন।
গৃহকর্মীদের সংগঠন অপরাজিতা গৃহকর্মী উন্নয়ন সংঘের সভাপতি শিউলী জামানের লিখিত বক্তব্যে তুলে ধরা হয় ৬ দফা দাবি। গৃহকর্মীদের শ্রম আইন অনুযায়ী শ্রমিকের স্বীকৃতিসহ অন্য দাবির মধ্যে রয়েছে তাদের ন্যূততম বেতন নির্ধারন, কাজের পরিবেশে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সাপ্তাহিক ছুটি প্রদান, শোষণ-নির্যাতন বন্ধ ও আইনি সহায়তা নিশ্চিত করা এবং লিখিত চুক্তিপত্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগ।
আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল সেখানে বলেন, গৃহকর্মীদের শ্রম আইনে অন্তর্ভুক্তি করে তাদের অধিকার সুরক্ষিত করা জরুরি। গৃহকর্মী সুরক্ষা আইন-২০২৫ বাস্তবায়ন হলে তাদের জীবনমান উন্নয়ন হবে, শ্রমবাজারকে আরও ন্যায্য ও নিরাপদ করে তুলবে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৮টি কোর্সে সান্ধ্য মাস্টার্স
রাজশাহী বিশ্ববিদ্যালয় সান্ধ্য মাস্টার্স (EMSS) প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি নেবে। ৮টি বিষয়ে দুই বছর/এক বছর মেয়াদী সান্ধ্য মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজকর্ম, সমাজবিজ্ঞান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট, লোক প্রশাসন এবং ফোকলোর বিভাগে জুলাই-২০২৫ ব্যাচে (সংশ্লিষ্ট বিষয়ে সম্মান ডিগ্রি অর্জনকারী প্রার্থীদের জন্য প্রযোজ্য) সান্ধ্য মাস্টার্সে শিক্ষার্থী ভর্তি নেবে।
ভর্তির প্রাথমিক আবেদনপত্র নিজ নিজ বিভাগে ৩০/৬/২০২৫ পর্যন্ত জমা দেওয়া যাবে। ভর্তি ১/৭/২০২৫ থেকে ১৬/৭/২০২৫ পর্যন্ত। ভর্তি পরীক্ষা, ক্লাস শুরুসহ ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট বিভাগে শিক্ষার্থীদের যোগাযোগ করতে হবে। এ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আরও পড়ুন৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিত১০ ঘণ্টা আগে