অনলাইনে সম্প্রতি এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার বহুদিনের ‘গোপন’ সন্তানের ছবি বলে দাবি করা হচ্ছে।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়, ভিসিএইচকে-ওজিপিইউ নামের একটি রুশ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ১০ বছর বয়সী ইভান ভ্লাদিমিরোভিচ পুতিন নামের ওই শিশুর ছবি ফাঁস হয়েছে।

ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, শিশুটি ক্যামেরার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। তাঁর পরনে ঐতিহ্যবাহী রুশ কসাক পোশাক। এর কলার ও সামনের অংশে সূক্ষ্ম কারুকাজ করা।

ভিসিএইচকে-ওজিপিইউ নামের টেলিগ্রাম চ্যানেলটি ইভানকে ‘রাশিয়ার সবচেয়ে একাকী শিশু’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য শিশুর সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। মূলত নিরাপত্তারক্ষী, গৃহশিক্ষক ও সরকারি কর্মকর্তারা তার সারা দিনের সঙ্গী ।

সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

অনলাইনে সম্প্রতি এমন কিছু ছবি ছড়িয়ে পড়েছে, যেগুলোকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তাঁর কথিত প্রেমিকা সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার বহুদিনের ‘গোপন’ সন্তানের ছবি বলে দাবি করা হচ্ছে।

নিউইয়র্ক পোস্টে প্রকাশিত এক খবরে বলা হয়, ভিসিএইচকে-ওজিপিইউ নামের একটি রুশ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে ১০ বছর বয়সী ইভান ভ্লাদিমিরোভিচ পুতিন নামের ওই শিশুর ছবি ফাঁস হয়েছে।

ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, শিশুটি ক্যামেরার দিকে গম্ভীরভাবে তাকিয়ে আছে। তাঁর পরনে ঐতিহ্যবাহী রুশ কসাক পোশাক। এর কলার ও সামনের অংশে সূক্ষ্ম কারুকাজ করা।

ভিসিএইচকে-ওজিপিইউ নামের টেলিগ্রাম চ্যানেলটি ইভানকে ‘রাশিয়ার সবচেয়ে একাকী শিশু’ হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, অন্যান্য শিশুর সঙ্গে তার খুব একটা যোগাযোগ নেই। মূলত নিরাপত্তারক্ষী, গৃহশিক্ষক ও সরকারি কর্মকর্তারা তার সারা দিনের সঙ্গী ।

সাবেক জিমন্যাস্ট আলিনা কাবায়েভার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

সম্পর্কিত নিবন্ধ