হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা শ্রমিক লীগ সভাপতি শেখ দেলোয়ার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর আগে, একইদিন ভোরে দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ। চুনারুঘাট থানার ওসি মো. নূর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

আরো পড়ুন:

আড়াইহাজারে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কা, নিহত ১

গ্রেপ্তার দেলোয়ার হোসেন চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর ওরফে তোতাই মিয়ার ছেলে।

চুনারুঘাট থানার ওসি মো.

নূর আলম বলেন, “দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছাত্র-জনতার ওপর হামলা এবং সাম্প্রতিক সময়ে এলাকায় নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। তাকে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। আজ দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।”

ঢাকা/মামুন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

আরভিনদের আশীর্বাদ মুজারাবানি

ব্লেসিং মানে আশীর্বাদ। জিম্বাবুয়ের জন্য তো আশীর্বাদ হয়েই এসেছেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তো এই তরুণ পেসারই। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই বোলার উইকেটের সুবিধা পুরোপুরিই নিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে বাউন্স আছে। এই টেস্টে ছিল ঘাসও। এমন উইকেটে মুজারাবানি বাড়তি সহায়তা পাবেন, এমনটাই ধারণা ছিল। সেই ধারণাই সত্যি প্রমাণ করেছেন মুজারাবানি, নিয়েছেন ৯ উইকেট।

দলকে ৪ বছর পরও টেস্ট জয়ের স্বাদ দেওয়ার সঙ্গে নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্রেইগ আরভিনের মুখে তাই মুজারাবানি নামটাই বেশি এসেছে।

আসাটাই অবশ্য স্বাভাবিক। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন ৩টি। গতকাল দিনের দ্বিতীয় বলেই আউট করেছেন নাজমুল হোসেনকে। সেটিও মাথার চালে। চতুর্থ দিনের প্রথম বলটা ইয়র্কার দিয়ে নাজমুলকে অপ্রস্তুত করে ফেলেন মুজারাবানি। অপ্রস্তুত নাজমুলকে পরের বলটিতে মুজারাবানি দেন বাউন্সার।

সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রেখেছেন মুজারাবানি

সম্পর্কিত নিবন্ধ