ভারতের জন্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরণে সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন পর্যটক রয়েছেন। এ ঘটনায় রাজ্যজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। নিহত ব্যক্তিরা হলেন কলকাতার বৈষ্ণবঘাটা পাটুলির বিতান অধিকারী, বেহালার সখেরবাজারের সমীর গুহ এবং পুরুলিয়ার ঝালদার বাঘমুণ্ডি এলাকার মনীশ রঞ্জন মিশ্র।

কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিল এই তিনজন ও তাঁদের পরিবার। তবে বন্দুকধারীদের নির্মমতায় ঝাঁঝরা হয়ে যায় তাঁদের দেহ।

বিতান অধিকারী ছিলেন আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএসের ফ্লোরিডা শাখায় কর্মরত। স্ত্রী সোহিনী ও একমাত্র সন্তানের এখনো ভিসা না হওয়ায় বিতান যুক্তরাষ্ট্র থেকে ভারতে বেড়াতে এসে পরিবার নিয়ে ছুটি কাটাতে কাশ্মীরে যান। কিন্তু সে ছুটিই হয়ে উঠল তাঁর জীবনের শেষ অধ্যায়।

অন্যদিকে সমীর গুহ ছিলেন কেন্দ্রীয় সরকারি দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। স্ত্রী শবরী ও একমাত্র কন্যাকে নিয়ে কাশ্মীর ভ্রমণে গিয়েছিলেন তিনি। সেখানেই বন্দুকধারীর গুলিতে প্রাণ হারান তিনি।

সমীর গুহের বাড়ি.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আরভিনদের আশীর্বাদ মুজারাবানি

ব্লেসিং মানে আশীর্বাদ। জিম্বাবুয়ের জন্য তো আশীর্বাদ হয়েই এসেছেন ব্লেসিং মুজারাবানি। সিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তো এই তরুণ পেসারই। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই বোলার উইকেটের সুবিধা পুরোপুরিই নিয়েছেন।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের উইকেটে বাউন্স আছে। এই টেস্টে ছিল ঘাসও। এমন উইকেটে মুজারাবানি বাড়তি সহায়তা পাবেন, এমনটাই ধারণা ছিল। সেই ধারণাই সত্যি প্রমাণ করেছেন মুজারাবানি, নিয়েছেন ৯ উইকেট।

দলকে ৪ বছর পরও টেস্ট জয়ের স্বাদ দেওয়ার সঙ্গে নিজে জিতেছেন ম্যাচসেরার পুরস্কার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক ক্রেইগ আরভিনের মুখে তাই মুজারাবানি নামটাই বেশি এসেছে।

আসাটাই অবশ্য স্বাভাবিক। প্রথম ইনিংসে উইকেট নিয়েছিলেন ৩টি। গতকাল দিনের দ্বিতীয় বলেই আউট করেছেন নাজমুল হোসেনকে। সেটিও মাথার চালে। চতুর্থ দিনের প্রথম বলটা ইয়র্কার দিয়ে নাজমুলকে অপ্রস্তুত করে ফেলেন মুজারাবানি। অপ্রস্তুত নাজমুলকে পরের বলটিতে মুজারাবানি দেন বাউন্সার।

সিলেট টেস্টে ৯ উইকেট নিয়ে জিম্বাবুয়ের জয়ে বড় অবদান রেখেছেন মুজারাবানি

সম্পর্কিত নিবন্ধ