পেশাজীবী গাড়িচালকদের রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Published: 23rd, April 2025 GMT
“ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার” এ স্লোগানকে সামনে রেখে পেশাজীবী গাড়ী চালকদের পেশাগত দক্ষতা সচেতনতা বৃদ্ধিতে গাড়ি চালকদের সচেতনমূলক রিফ্রেসার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) সকালে নগরীর খানপুর বিআরটিসি ডিপোর হল রুমে বিআরটিএ'র নারায়ণগঞ্জ কার্যালয়ের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
(বিআরটিএ) নারায়ণগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জি.
এসময় প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী চালকদের কারণ ও তার প্রতিরোধের কৌশল ড্রাইভিং কৌশল এবং জরুরি অবস্থা করনের বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদের প্রতি শিষ্টাচার এবং পেশাগত আচরণ নিয়েও আলোচনা করা হয় ।
প্রশিক্ষণ কর্মশালায় নারায়ণগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ মাহবুবুর রহমান প্রশিক্ষণ গুরুত্ব নিয়ে বলেন একজন দক্ষ চালক নিজের জীবনই না বরং সড়কের চলাচলকারী সকলের নিরাপত্তা নিশ্চিত করতে ভুমিকা রাখেন। তিনি তার বক্তব্যের মাঝে প্রশিক্ষণ বিষয় প্রশ্নের নানা প্রশ্নের উত্তরদাতাদের পুরস্কৃত করেন।
এই কর্মশালায় লাইসেন্সধারী ১৬০ জন পেশাজীবী চালকদের সনদ প্রদান করা হয়।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ চ লক ন র য়ণগঞ জ স চ লকদ র ব আরট
এছাড়াও পড়ুন:
রিমান্ড শেষে কারাগারে আরসা প্রধান আতাউল্লাহ ও ৫ সহযোগী
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে কারাগারে পাঠিয়েছেন আদলত।
আট দিনের রিমান্ড শেষে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে হাজির করা হয় আসামিদের। বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো অন্যরা হলেন- মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। মনিরুজ্জামান ছাড়া সবাই মায়ানমারের বাসিন্দা। মনিরুজ্জামান সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার বাসিন্দা।
আরো পড়ুন:
ডাবল মার্ডারে গ্রেপ্তার, তাহসিন হত্যাকাণ্ডে রিমান্ডে ছোট সাজ্জাদ
ইনু-মেনন-আনিসুল-দীপু মণি-সাদেক খানের আবার রিমান্ড
কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বলেন, “সিদ্ধিরগঞ্জ থানার নাশকতার মামলায় গত ১৩ এপ্রিল ১০ দিনের রিমান্ড চেয়ে আতাউল্লাহ ও তার পাঁচ সহযোগীকে আদালতে আনা হয়। শুনানি শেষে বিচারক আট দিনের রিমাণ্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
গত ১৭ মার্চ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে র্যাব-১১। পরে সিদ্ধিরগঞ্জ থানায় দুইটি মামলা করা হয়। আতাউল্লাহ বিরুদ্ধে ৯টি হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে।
ঢাকা/অনিক/মাসুদ