সত্তর ও আশির দশকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা। অভিনয়গুণে দর্শক মনে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। চলচ্চিত্রের সংকটময় এই দিনে দীর্ঘদিন ধরে ববিতাকে রুপালি পর্দায় দেখছেন না তার ভক্তকুল। চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানেও নেই নিযুত-কোটি দর্শকের এই প্রিয় মুখ।
এদিকে খবর রটেছে, গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন এই নায়িকা। এমনকি একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার নাম ও ছবি ব্যবহার করে পোস্ট করা হয়, যেখানে ববিতাকে হাতে ক্যানুলা লাগানো অবস্থায় দেখা যায় এবং বলা হয়, তিনি ঘরবন্দি ও অসুস্থ।
এই ধরনের গুজবে ভীষণ ক্ষুব্ধ ও বিব্রত অভিনেত্রী ববিতা। সম্প্রতি ছেলের সঙ্গে কিছু সময় কানাডায় কাটিয়ে বাংলাদেশে ফিরেছেন। দেশে ফিরে এসব ভুয়া খবরে হতবাক। এ বিষয়ে ববিতা বলেন, “আমি একদম ঠিকঠাক আছি। ছেলের কাছ থেকে কয়েক মাস বেড়িয়ে এলাম। আপাতত দেশে আছি, নিজের মতো করে জীবনটা কাটছে।”
আরো পড়ুন:
সরকারি অনুদানের সিনেমা জমা দেওয়ার সময় বাড়লো
‘কাউকে চড় মারলে অসুবিধা নেই, চুমু খেলেই যত দোষ’
সবাইকে সতর্ক করে ববিতা বলেন, “আমাদের পরিবারের কেউই ফেসবুক ব্যবহার করি না। তাই এ ধরনের ফাঁদে কেউ পা দেবেন না। এমন আচরণ যারা করছেন, তাদের বিশ্বাস করবেন না।”
যারা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তারা ভবিষ্যতে রাষ্ট্র বা সমাজবিরোধী তথ্য ছড়াতেও পিছপা হবেন না বলেও মনে করেন ববিতা।
কিংবদন্তি অভিনেত্রী ববিতা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুত্র এখন পয়সাওয়ালা’। ২০১৫ সালে মুক্তি পায় এটি। তারপর আর কোনো নতুন প্রজেক্টে তাকে দেখা যায়নি। তবে তার জনপ্রিয়তা এবং চলচ্চিত্রে অবদানের কথা আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন কোটি দর্শক।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পরীক্ষা শেষে ফেরার পথে ট্রলার থেকে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে জয় আহমেদ (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিঁখোজ হয়েছে।
বুধবার (২৩ এপ্রিল) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্ণবাসন এলাকায় ঘাটে দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঢাকা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘন্টা চেষ্টা করেও ওই শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ।
নিখোজ, জয় আহমেদ চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ৬ নং ওয়ার্ডের বাস চালক মারুফ মিয়ার ছেলে। সে এবছর পিআরডি হাইস্কুল থেকে বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিল।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের পিআরডি হাইস্কুলের ৩৮ জন এসএসসি পরীক্ষার্থী সরকারী মুড়াপাড়া পাইলট স্কুল পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষকদের সাথে একটি ট্রলার যোগে বাড়ী ফিরছিল।
ট্রলারটি চনপাড়াপূর্নবাসন কেন্দ্র এলাকার কাছাকাছি আসলে শিক্ষকদের নিষেধ করা সত্ত্বেও এসএসসি পরীক্ষার্থী জয় আহমেদ, ইফাজ, আসিফ, পরশ, ইসমাইল, তানভীর, আব্দুর রহমান ও রাকিব গোসল করতে নদীতে ঝাপ দেয়। এদের মধ্যে জয় আহমেদ ছাড়া বাকি সবাই তীরে উঠতে সক্ষম হয়।
এর পর থেকে নিখোজ জয় আহমেদ। বহু খোজাখুজির পর জয়কে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবন দেন পুলিশ। ঢাকা সিদ্দিক বাজার ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়েও উদ্ধার করতে পারেনি নিখোজ জয়ের মরদেহ। সন্ধ্যার দিকে উদ্ধার অভিযান স্থগিত করেন ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকাল থেকে ফের উদ্ধারে নামে বলে জানায় ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের অধিনায়ক হুমায়ুন কবির।