কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতির করছে যুক্তরাষ্ট্র: চীন
Published: 23rd, April 2025 GMT
কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে যুক্তরাষ্ট্র চীনকে হেয় প্রতিপন্ন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে বুধবার এনএইচসির একজন মুখপাত্র এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, চীনের হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কোভিড-১৯ মহামারি হয়েছিল। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ওয়াশিংটন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে আবারো কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পেছনে বেইজিং দায়ী বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এনএইচসির মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণগুলো’ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত প্রমাণ সম্পূর্ণ কাল্পনিক।”
তিনি বলেন, “ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।”
তিনি জোর দিয়ে বলেন, মহামারিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীনকে দমনের মার্কিন কৌশল ব্যর্থ হবেই।
মুখপাত্র জানান, ক্রমবর্ধমান প্রমাণ এবং সূত্র বলছে, কোভিড-১৯ সম্ভবত যুক্তরাষ্ট্রেই আরো আগেই উদ্ভূত হয়েছিল।
তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই- চীনের বিরুদ্ধে কুৎসা প্রচার বন্ধ করুন, মহামারির মোকাবেলায় নিজেদের ভূমিকায় আত্মসমালোচনা করুন এবং আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দিন।’
হাসান/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে রাজনীতির করছে যুক্তরাষ্ট্র: চীন
কোভিড-১৯ এর উৎস অনুসন্ধান নিয়ে যুক্তরাষ্ট্র চীনকে হেয় প্রতিপন্ন করছে বলে অভিযোগ করেছে বেইজিং। একটি বৈজ্ঞানিক বিষয়কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) কমিশন।
হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধের প্রেক্ষিতে বুধবার এনএইচসির একজন মুখপাত্র এই মন্তব্য করেন।
যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, চীনের হুবেই প্রদেশের উহানের একটি গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে কোভিড-১৯ মহামারি হয়েছিল। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেনি ওয়াশিংটন। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত একটি নিবন্ধে আবারো কোভিড-১৯ মহামারি ছড়িয়ে পড়ার পেছনে বেইজিং দায়ী বলে ইঙ্গিত দেওয়া হয়েছে।
এনএইচসির মুখপাত্র বলেন, “নিবন্ধে উল্লিখিত তথাকথিত ‘কারণগুলো’ কোনো বৈজ্ঞানিক ভিত্তি নয় এবং তথাকথিত প্রমাণ সম্পূর্ণ কাল্পনিক।”
তিনি বলেন, “ভাইরাসের উৎস নিয়ে যুক্তরাষ্ট্র বারবার চীনকে লক্ষ্য করে কুৎসা রটিয়ে এসেছে, যা একটি বৈজ্ঞানিক বিষয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের এক নির্মম প্রচেষ্টা।”
তিনি জোর দিয়ে বলেন, মহামারিকে অস্ত্র হিসেবে ব্যবহার করে চীনকে দমনের মার্কিন কৌশল ব্যর্থ হবেই।
মুখপাত্র জানান, ক্রমবর্ধমান প্রমাণ এবং সূত্র বলছে, কোভিড-১৯ সম্ভবত যুক্তরাষ্ট্রেই আরো আগেই উদ্ভূত হয়েছিল।
তিনি বলেন, “আমরা যুক্তরাষ্ট্রকে আহ্বান জানাই- চীনের বিরুদ্ধে কুৎসা প্রচার বন্ধ করুন, মহামারির মোকাবেলায় নিজেদের ভূমিকায় আত্মসমালোচনা করুন এবং আন্তর্জাতিক সমাজের কাছে দায়িত্বশীল ব্যাখ্যা দিন।’
হাসান/শাহেদ