নারায়ণগঞ্জে তিন দফা দাবিতে মানববন্ধন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় নগর ভবনের সামনে তিন দফা দাবিতে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতা-কর্মীরা।

দাবিগুলো হলো নিরবচ্ছিন্নভাবে ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ, সরকারি হাসপাতালে ভোগান্তি ছাড়া চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, শহরের প্রধান সড়কে যানজট নিরসন এবং সিটি করপোরেশনের কাজের স্থবিরতা দূর করা। কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাসুম বিল্লাহ। এতে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি মোহাম্মদ নূর হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সামছুল আলম ও প্রচার সম্পাদক বিল্লাল খান।

বক্তারা বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত নগরীতে যানজট লেগে থাকে। প্রধান সড়কে ড্রেনেজ কাজ ধীরগতিতে হওয়ায় এবং অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তি বাড়ছে। ওয়াসার পানির চাহিদা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে না, আর সরবরাহকৃত পানিতে রয়েছে ময়লা ও দুর্গন্ধ।

মাসুম বিল্লাহ বলেন, নগরের যানজটের পাশাপাশি বিভিন্ন এলাকায় নালা ও রাস্তার কাজ চার-পাঁচ মাস ধরে অর্ধেক করে ফেলে রাখা হয়েছে। এতে নালাগুলো ময়লায় ভরাট হয়ে পড়ছে। সামান্য বৃষ্টিতেই শহরে জলাবদ্ধতা দেখা দেয়। বর্ষার আগেই দ্রুত এসব কাজ সম্পন্ন করে নাগরিক দুর্ভোগ লাঘবে সিটি করপোরেশনের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সুলতান মাহমুদ বলেন, ‘তিন দফা দাবির পক্ষে নগরবাসীর স্বার্থে আমরা স্মারকলিপি দিয়েছি। এক সপ্তাহের মধ্যে সেগুলোর সমাধান না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে নগর ভবন ঘেরাওয়ের মতো কর্মসূচিও দেওয়া হতে পারে।’

মানববন্ধন শেষে ওই দাবিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘ইসলামী আন্দোলনের নেতারা আমাদের কাছে স্মারকলিপি দিয়েছেন। আমরা বিষয়গুলো নোট করে নিয়েছি। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ সরবর হ ইসল ম

এছাড়াও পড়ুন:

নেত্রকোনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, জেলা কারাগার সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ–বিচ্ছিন্ন

নেত্রকোনা শহরের কুড়পাড় এলাকায় গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে (সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে সাড়ে চার ঘণ্টার বেশি সময় ধরে জেলা কারাগার বিদ্যুৎ–বিচ্ছিন্ন ছিল। পরে রাত তিনটার দিকে কারাগারে বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

পুলিশ, কারা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টার দিকে শহরের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছিল। রাত ১০টা ২৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে এর পাঁচ মিনিট পর কারাগারের প্রাচীরসংলগ্ন নিজস্ব সাবস্টেশনে হঠাৎ আগুন ধরে যায়। কারাগারের কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

নেত্রকোনা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবদুল কাদির বলেন, সাবস্টেশনে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। রাত তিনটার দিকে বিদ্যুৎ সরবরাহ সচল হয়।

নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপপরিচালক হাফিজুর রহমান বলেন, ‘কারাগারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিভিয়ে ফেলি।’

সম্পর্কিত নিবন্ধ

  • নাগরিক সমস্যা সমাধানের দাবিতে শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মানববন্ধন
  • ঝালকাঠিতে পানির দাবিতে পৌরসভা ঘেরাও, বিক্ষোভ
  • এডিবির বিনিয়োগ করা একাধিক প্রকল্প কাজে আসছে না
  • বাজারে খুলনার তরমুজ বেশি, চিনবেন কীভাবে
  • চীনের ফেরত দেওয়া বোয়িং কিনতে চায় ভারত
  • বাংলাদেশে ক্যাস্ট্রলের পরিবেশক হিসেবে নিয়োগ পেল রক এনার্জি
  • নেত্রকোনায় সাবস্টেশনে অগ্নিকাণ্ড, জেলা কারাগার সাড়ে ৪ ঘণ্টা বিদ্যুৎ–বিচ্ছিন্ন
  • সোনারগাঁয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার প্রতিবাদে ছাত্রদলের মানববন্ধন  
  • ফতুল্লায় তিতাস গ্যাসের পাইপলাইন ফেটে তীব্র গন্ধ, আতঙ্ক-ভোগান্তি