বৃষ্টি বিঘ্নিত সিলেট টেস্টে দ্বিতীয় ইনিংসে ২৫৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংস থেকে জিম্বাবুয়ের পাওয়া ৮২ রানের লিড শোধ করে জয়ের জন্য সফরকারীদের ১৭৪ রানের লক্ষ্য দিয়েছে। ওই লক্ষ্য তাড়ায় ওপেনিং জুটিতে ৯৫ রান করে জিম্বাবুয়ে। এরপর দ্রুত ৬ উইকেট নিয়ে তাদের চাপে রেখেছে বাংলাদেশ। 

জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ৪৩ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রানে ব্যাট করছে। জয়ের জন্য ২৯ রান দরকার তাদের। ক্রিজে আছেন দুই নতুন ব্যাটার ওয়েলসি মেধেভেরে ও ওয়েলিংটন মাসাকাদজা। এর আগে ওপেনার ব্রায়ান বেনেট ৫৪ ও বেন কারেন ৪৪ রান করে আউট হয়েছেন। নিক ওয়েলস ১০ ও শন উইলিয়ামস ৯ রান করে সাজঘরে ফিরেছেন।

প্রথম বলেই আউট শান্ত, ব্যর্থ মিরাজ: বাংলাদেশ দল সিলেট টেস্টে অধিনায়ক শান্তর ব্যাটে আশা দেখছিল। তিনি ৬০ রান করে অপরাজিত ছিলেন। তৃতীয় দিন নির্ভার ব্যাটিং করতে দেখা গেছে তাকে। কিন্তু চতুর্থ দিন বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে ক্রিজে ফিরে প্রথম বলেই আউট হয়ে যান এই বাঁ-হাতি ব্যাটার।

তার মতো হতাশ করেন মেহেদী মিরাজও। তিনি ক্রিজে এসে ব্যাট তুলে খেলতে শুরু করেন। ১১ রান করে ফিরে যাওয়ার আগে ছক্কাও হাঁকান। এরপর টেলেন্ডে বাংলাদেশ দলকে বিপদে ভরসা দেওয়া তাইজুল ইসলাম ব্যর্থ হয়ে ফিরলে চাপটা প্রবল হয় বাংলাদেশ দলের ওপর।

জাকেরের লড়াই: সকালে দ্রুত উইকেট হারানোর পর এক প্রান্ত দিয়ে লড়াই চালিয়ে যান জাকের আলী। তিনি শেষ ব্যাটার হিসেবে ১১১ বল খেলে ৫৮ রান করে আউট হন। চারটি চার ও একটি ছক্কা মারেন। জাকেরকে সঙ্গ দিতে পারেননি টেলেন্ডে খালেদ আহমেদ। তবে হাসান মাহমুদ৫৮ বল খেলে ১২ রান করেন। তাদের জুটি থেকে আসে ৩৫ রান।

প্রথম ইনিংসে বিপর্যয়: সিলেট টেস্টে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ১৯১ রানে অলআউট হয়ে যায় শান্ত, মুমিনুল, মুশফিকরা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে মুমিনুল ৫৬ ও শান্ত ৪০ রানের ইনিংস খেলেন। জাকের আলী ২৮ রান যোগ করেন। জিম্বাবুয়ের ব্লেজিং মুজুরাবানি ও ওয়েলিংটন মাসাকাদজা ৩টি করে উইকেট নেন। মেধেভেরে ও নায়োচি নেন দুটি করে উইকেট।

জিম্বাবুয়ের লিড: প্রথম ইনিংসে জিম্বাবুয়ে দারুণ ব্যাটিং শুরু করে। তবে নাহিদ রানা ও মেহেদী মিরাজের বলে তাদের নাগালে রাখা সম্ভব হয়েছিল। জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান তোলে। ৮২ রানের লিড নেয়। দলটির হয়ে ওপেনার ব্রায়ান বেনেট ৫৬ ও শন উইলিয়ামসন ৫৯ রানের ইনিংস খেলেন। মিরাজ ৫টি ও নাহিদ নেন ৩ উইকেট।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

দুই দলই সিলেট টেস্টে নিজেদের এগিয়ে রাখছে 

সিলেট টেস্টে বাংলাদেশ দলকে প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট করেছে জিম্বাবুয়ে। নিজেদের প্রথম ইনিংসে ৮২ রানের লিড নিয়েছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের ১ উইকেট তুলে নিয়েছে এবং ২৫ রানের লিড ধরে রেখেছে। অনুমিতভাবেই এই টেস্টে নিজেদের এগিয়ে রাখবে স্বাগতিক জিম্বাবুয়ে।

তবে বাংলাদেশ দলের স্পিন অলরাউন্ডার মেহেদী মিরাজ দাবি করেছেন, টেস্টে তারা এগিয়ে আছেন। তৃতীয় দিন সকালে ভালো ব্যাটিং হলে ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেওয়া সম্ভব বলেও উল্লেখ করেছেন ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে প্রথম ইনিংসে ২৭৩ রানে অলআউট করা এই স্পিনার।

মিরাজ দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘এখন পর্যন্ত আমরা এগিয়ে আছি। ওরা হয়তো ৮২ রানের লিড পেয়েছে। তবে আমরাই এখন পর্যন্ত এগিয়ে আছি। আমরা ২৫ রানে পিছিয়ে আছি। একটা উইকেটও পড়ে গেছে। আমরা ভালো টোটাল দিতে পারলে চতুর্থ দিন ওদের জন্য ব্যাটিং করা কঠিন হবে।’

নিজেদের এগিয়ে থাকার ব্যাখ্যায় জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট বলেন, ‘ম্যাচে এখনো ভারসাম্য আছে। আমি মনে করি, আমরা একটু এগিয়ে আছি। কারণ শেষ বেলায় একটা উইকেট নিতে পেরেছি। আগামীকাল সকালের সেশন গুরুত্বপূর্ণ হবে। তাদের বেশি রান করতে দেওয়া যাবে না। তাহলে  চতুর্থ ইনিংসে রান তাড়া করা কঠিন হবে।’

কত রান করলে সিলেট টেস্টে এগিয়ে থাকা যাবে বা জেতা সম্ভব এমন প্রশ্নে শুরুতে ঘুরিয়ে উত্তর দেন মিরাজ। বলেন, ‘কত রান করবো, কত হলে আটকানো সম্ভব এগুলো আগে থেকে বলা যায় না।’ তার মতে, যত সম্ভব রান করতে চান তারা। যাতে বোলাররা নির্ভার থেকে বোলিং করতে পারেন। পরের প্রশ্নে অবশ্য জানান যে, ৩৫০ থেকে ৪০০ রান করার লক্ষ্য থাকবে তাদের। উইকেট এখনো ভালো রান করার পর্যায়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্পর্কিত নিবন্ধ

  • বিফলে বিজয়ের সেঞ্চুরি, মোহামেডানকে জেতালেন ‘বিতর্কিত’ হৃদয় 
  • চার উইকেট হারাল জিম্বাবুয়ে
  • চার উইকেট হারাল জিম্বাবুয়ে, সিলেটে আবার বৃষ্টি
  • একশ’র আগে প্রথম উইকেট হারাল জিম্বাবুয়ে
  • মুজুরাবানিতে ধস বাংলাদেশের, জিম্বাবুয়ের লক্ষ্য ১৭৪
  • লিড একশ’ ছাড়ালেও চাপেই থাকল বাংলাদেশ
  • ব্যাটিংয়েও কিছু করতে চান মিরাজ
  • বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ
  • দুই দলই সিলেট টেস্টে নিজেদের এগিয়ে রাখছে