টাইগার শ্রফকে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার, আরও যা জানা গেল
Published: 23rd, April 2025 GMT
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি পুলিশ। মঙ্গলবার মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে তদন্তে না পুলিশ। পরে পাঞ্জাবের কপুরথলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মণীশ কুমার সুজিন্দর সিংহ। তার বয়স ৩৫ বছর।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ফোনকলকারী পুলিশকে জানায়, এক সিকিউরিটি এজেন্সির মালিক তাকে টাইগার শ্রফকে হত্যা করার জন্য ভাড়া করেছে। তাকে একটি রিভলভার এবং নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
লোকমত টাইমসের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, কাজের অনিয়মিত উপস্থিতির কারণে বেতনের কাটছাঁট হওয়ায় ক্ষুব্ধ হয়ে এবং প্রতিশোধের মনোভাব থেকে মণীশ এই মিথ্যা গল্প সাজান। তার লক্ষ্য ছিল নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসানো এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করা।
এদিকে, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করার অভিযোগে খার থানার পুলিশ মণীশ কুমার সিংহের বিরুদ্ধে আইপিসি -এর ৩৫৩(২), ২১২ এবং ২১৭ ধারায় মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, টাইগার শ্রফ বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাঘি ৪’-এর শুটিংয়ে ব্যস্ত। চলতি মাসের শুরুতে নিজের ৩৫তম জন্মদিন উপলক্ষে তিনি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেন, যেখানে তার চরিত্র রনি-কে আরও কঠিন ও রুক্ষ চেহারায় দেখা যায়।
‘বাঘি ৪’ পরিচালনা করছেন এ.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
চীনা পণ্যে শুল্ক কমানো বিবেচনা করবে যুক্তরাষ্ট্র
বেইজিংয়ের সাথে আলোচনার আগে আমদানি করা চীনা পণ্যের উপর শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করবে যুক্তরাষ্ট্র। যেকোনো পদক্ষেপ আলোচনার মাধ্যমেই হবে এবং একতরফাভাবে করা হবে না। বুধবার সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের পর সূত্রটি জানিয়েছে, বেইজিংয়ের সাথে উত্তেজনা কমাতে হোয়াইট হাউস চীনা আমদানির উপর শুল্ক কমানোর কথা বিবেচনা করছে।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, চীনের শুল্ক ৫০ থেকে ৬৫ শতাংশের মধ্যে নামিয়ে আনা যেতে পারে।
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে প্রেমিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনা আমদানির উপর শুল্ক ১৪৫ শতাংশে বাড়িয়েছেন।
ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুল্ক কমানোর ব্যাপারে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি, আলোচনা এখনো স্থিতিশীল রয়েছে এবং বেশ কয়েকটি বিকল্প টেবিলে রয়েছে।
হোয়াইট হাউস মন্তব্যের অনুরোধের তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
এই প্রতিবেদন প্রকাশের পরে মার্কিন শেয়ারবাজারে সূচক কিছুটা বেড়েছে। মঙ্গলবার রাতে ট্রাম্পের চীনের উপর শুল্ক আরোপের বিষয়ে গঠনমূলক মন্তব্য এবং ফেডারেল রিজার্ভের প্রধানকে বরখাস্ত করার হুমকি থেকে সরে আসার পর বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
ঢাকা/শাহেদ