যতক্ষণ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য পদত্যাগ না করবে, ততক্ষণ অনশন চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম সদস্য সচিব তরিকুল ইসলাম। 

বুধবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে কুয়েট উপাচার্যর পদত্যাগের দাবিতে অনশনরত অবস্থায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, “কুয়েটে সন্ত্রাসী আক্রমনের ন্যায্য বিচার হয়নি। কুয়েট উপাচার্য হল বন্ধ করে দেয়। আমাদের ভাইদেরকে হল বন্ধ করে বের করে দেওয়া হয়, মিথ্যা মামলা দেয়া হয়। এর প্রতিবাদে দুইদিন তারা আমরন অনশন করছে। ৪৮ ঘণ্টা না খেয়ে ব্যাপক অসুস্থ অনেকে।”

আরো পড়ুন:

ঢাবিতে সহযোগিতা অব্যাহত রাখবে ‘টিকা’

কুয়েট উপাচার্যের অপসারণ দাবিতে রাত ১০টায় ‘শাহবাগ ব্লকেড’

তিনি আরো বলেন, “আমরা কুয়েটের ভাইদের সঙ্গে একাত্মতা পোষণ করে আমরণ অনশনে বসেছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের ভাইয়েরা অনশন না ভাঙবে এবং কুয়েট ডিসি পদত্যাগ না করবে, ততক্ষণ আমরাও অনশন চালিয়ে যাব।”

তরিকুল বলেন, “আমাদের আরেক সহযোদ্ধা মোফাজ্জেল হোসেন সাদাত অসুস্থ হয়ে পড়েছেন, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমাদের কেন্দ্রীয় সংগঠক মুদ্দাসসির ভাইও অসুস্থ হয়ে পড়েছেন। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ব্যবস্থা নিতেই হবে।”

ঢাকা/সৌরভ/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট উপ চ র য পদত য গ আম দ র

এছাড়াও পড়ুন:

কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড, রাজুতে অনশন

খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মাছুদের পদত্যাগ দাবিতে রাজধানীর শাহবাগ ব্লকেড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একদল শিক্ষার্থী।

আজ মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা ‘ব্লকেড, শাহবাগ ব্লকেড, আমার ভাই অনশনে, ইন্টেরিম কী করে, শিক্ষা- সন্ত্রাস একসঙ্গে চলে না’ ইত্যাদি স্লোগান দেন। 

এ দিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ১০-১২ নেতা। গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব মহির আলম, কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, ছাত্রসংসদ নেতা রেজেয়ান আহমেদ রিফাত, রিমন চৌধুরী প্রমুখ অনশনে বসেছেন।

সম্পর্কিত নিবন্ধ

  • উপাচার্যের পদত্যাগ দাবিতে কুয়েটে কাফিন মিছিল
  • ‘মার্চ ফর কুয়েট’ এর হুশিয়ারি বিপ্লবী ছাত্র পরিষদের
  • কুয়েটে ৩৭ জন শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হলও খুলেছে
  • কুয়েট ভিসির পদত্যাগের দাবিতে রাবি শিক্ষার্থীদের অনশন
  • শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা
  • কুয়েট ও চবি প্রশাসনের সুবুদ্ধির উদয় হোক
  • কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে 'ব্লকেড', যান চলাচল বন্ধ
  • কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগে 'ব্লকেড', রাজুতে অনশন
  • কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেড, রাজুতে অনশন