নতুন সিনেমা না হয় বিচারকের দায়িত্ব; দুনিয়ার নানা প্রান্তের উৎসবে দেখা যায় কেট ব্ল্যানচেটকে। ৫৫ বছর বয়সী এই অভিনেত্রী এখনো হলিউডে দাপটের সঙ্গে কাজ করছেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি বেশ কয়েকবার অভিনয় থেকে দূরে থাকার ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি রেডিও টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি যখন আমার পরিবারের দিকে তাকাই, তখন শুধু এটাই মনে হয় (যে অভিনয় ছেড়ে দিতে হবে)। আমি অভিনয় থেকে দূরে থাকার ব্যাপারে বেশ সিরিয়াস।’ তবে খ্যাতির শীর্ষে থেকেও অভিনয় ছাড়া নিয়ে কথা বলা তিনিই প্রথম তারকা নন। এর আগেই অনেক অভিনয়শিল্পী বিষয়টি নিয়ে কথা বলেছেন, কেউ অভিনয় ছেড়েছেন। কেউ আবার দীর্ঘ বিরতির পর ফিরেছেন। বিভিন্ন সময়ে হলিউডকে বিদায় বলেছেন, এমন পাঁচ অভিনয়শিল্পীর গল্প জেনে নেওয়া যাক।

সিনেমার দৃশ্যে গ্রেটা গার্বো। আইএমডিবি.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: বল ছ ন

এছাড়াও পড়ুন:

মৌসুমের শেষ নিলামে আড়াই কোটি টাকার চা বিক্রি

দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্র মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। তিনটি ব্রোকার্সের মাধ্যমে মোট ১ লাখ ২২ হাজার ১৩৭ কেজি চা নিলামের জন্য তোলা হয়েছিল।

বুধবার (২৩ এপ্রিল) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের খান টাওয়ারের তৃতীয় তলায় চায়ের নিলাম বসে। নিলামে এনটিসি, রেহেনা চা বাগান, হামিদিয়া চা বাগান, সিলেটের লক্কাতুড়া চা বাগান ও পঞ্চগড়েরও কয়েকটি বাগানের চা তোলা হয়।

নিলামে সিলেটের লক্কাতুড়া চা বাগানের ইয়ং হাইসং টি সর্বোচ্চ দরে বিক্রি হয়। এই চা প্রতিকেজি ১৮৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে। নিলামে ওঠা ৮০ শতাংশ চা বিক্রি হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য আড়াই কোটি টাকা।

টি ব্রোকার্স এসোসিয়েশন অব শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শওকত আলী খান বলেন, “২০২৪-২৫ নিলাম অর্থবছরের শেষ নিলাম আজ অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই কোটি টাকার চা বিক্রি হয়েছে। শেষ নিলামে উৎপাদিত অনেক নতুন পাতা ছিল, যে কারণে বায়ারদের আগ্রহ ছিল বেশি। ভাল ভাল অনেক বাগানের পাতা আজ নিলামে উঠেছিল।”

সম্পর্কিত নিবন্ধ