দুষ্টু পরি ম্যালিফিসেন্টের অভিশাপে ১০০ বছর ঘুমিয়েছিল রূপকথার রাজকুমারী অরোরা। তবে শুধু ‘স্লিপিং প্রিন্সেস’–এর মতো রূপকথায় নয়, বাস্তবেও প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়ে আছেন এক রাজকুমার। সৌদি আরবের এই রাজকুমার তাই পরিচিত ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজকুমার নামে।
২০০৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি। ওই দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যুবরাজ কোমায় চলে যান। তখন থেকে আছেন কোমায়। যুবরাজকে নিয়ে তাঁর পরিবারের এই নিঃশব্দ যুদ্ধ চলছে টানা ২০ বছর ধরে। গত ১৮ এপ্রিল উদ্‌যাপিত হলো স্লিপিং প্রিন্সের ৩৬তম জন্মদিন। তখনো তিনি হাসপাতালের বিছানায় অসাড় হয়ে আছেন দেহে শুধু প্রাণ নিয়ে।  

আরও পড়ুনবার্বি সেজে কে এলেন, কে পরলেন শাড়ি, জর্ডানের রাজকীয় অতিথিদের দেখুন ছবিতে০৫ জুন ২০২৩বিভিন্ন সময়ে যুবরাজ.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য বর জ

এছাড়াও পড়ুন:

২০ বছর ধরে অচেতন সৌদি আরবের এই যুবরাজ, ৩৬তম জন্মদিনও কাটল হাসপাতালের বিছানায়

দুষ্টু পরি ম্যালিফিসেন্টের অভিশাপে ১০০ বছর ঘুমিয়েছিল রূপকথার রাজকুমারী অরোরা। তবে শুধু ‘স্লিপিং প্রিন্সেস’–এর মতো রূপকথায় নয়, বাস্তবেও প্রায় ২০ বছরের বেশি সময় ধরে ঘুমিয়ে আছেন এক রাজকুমার। সৌদি আরবের এই রাজকুমার তাই পরিচিত ‘স্লিপিং প্রিন্স’ বা ঘুমন্ত রাজকুমার নামে।
২০০৫ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হন সৌদি আরবের যুবরাজ আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি। ওই দুর্ঘটনায় মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে যুবরাজ কোমায় চলে যান। তখন থেকে আছেন কোমায়। যুবরাজকে নিয়ে তাঁর পরিবারের এই নিঃশব্দ যুদ্ধ চলছে টানা ২০ বছর ধরে। গত ১৮ এপ্রিল উদ্‌যাপিত হলো স্লিপিং প্রিন্সের ৩৬তম জন্মদিন। তখনো তিনি হাসপাতালের বিছানায় অসাড় হয়ে আছেন দেহে শুধু প্রাণ নিয়ে।  

আরও পড়ুনবার্বি সেজে কে এলেন, কে পরলেন শাড়ি, জর্ডানের রাজকীয় অতিথিদের দেখুন ছবিতে০৫ জুন ২০২৩বিভিন্ন সময়ে যুবরাজ

সম্পর্কিত নিবন্ধ