খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক মো. মাছুদের পদত্যাগ এবং শিক্ষার্থীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে খুলনার জিরো পয়েন্ট মোড় অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) শিক্ষার্থীরা।

আজ বুধবার বিকেল তিনটায় ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে তারা জিরো পয়েন্ট মোড় অবরোধ করেন। এ সময় খুলনা-সাতক্ষীরা ও খুলনা-বাগেরহাট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের অনুরোধ ও তীব্র গরমে সাধারণ মানুষের ভোগান্তির কথা ভেবে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে সড়কের একপাশে সমাবেশ করেন।

এর আগে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবির সমর্থনে আজ সকাল থেকে ক্লাস বর্জন করেন খুবি শিক্ষার্থীরা। ফলে খুবির অধিকাংশ বিভাগে কোনো ক্লাস হয়নি।

এছাড়া কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ১২টার দিকে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। খুলনা সচেতন নাগরিক সমাজ, রেড জুলাই,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য় ট উপ চ র য পদত য গ র দ ব অবর ধ অবর ধ

এছাড়াও পড়ুন:

সুনামগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু 

সুনামগঞ্জের দিরাই উপজেলার হাওরে ধান আনতে গিয়ে বজ্রপাতে আবু আইয়ূব (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যার আগে উপজেলার রফিনগর ইউনিয়নের সেচনী গ্রামের পাখনার হাওরে ঘটনাটি ঘটে।

মারা যাওয়া আবু আইয়ূব সিচনী গ্রামের মোহাম্মদ ইকবাল মিয়ার ছেলে।

আরো পড়ুন:

পঞ্চগড়ের সড়কে জিনেদিন জিদানের মৃত্যু

‘মুণ্ডুবিহীন লাশের পাশে পড়ে ছিল দুজন, পানি চাইলেও খাওয়ানোর আগে মৃত্যু’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সারাদিন পাখনার হাওরে ধান কাটেন আবু আইয়ুব। সন্ধ্যা ঘনিয়ে এলে কাটা ধান নিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় ঝড় বৃষ্টি শুরু হয়। বজ্রাপাতে মাটিতে পড়ে যান তিনি। পরে আহত অবস্থায় স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা আবু আইয়ুবকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, “হাওর থেকে ধান নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠাচ্ছি।”

ঢাকা/মনোয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ